ad720-90

বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল প্রশিক্ষণ সমাপ্ত


লাস্টনিউজবিডি, ২৭ ফেব্রুয়ারি: রাজধানীতে শেষ হলবিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের যৌথ আয়োজনে“ বিসিক কর্মকর্তাদের কম্পিউটার স্কিল এন্ড স্প্রেডশীট এনালাইসিস উইথ মাইক্রোসফট এক্সেল“শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।

আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে একর্মশালার সমাপনী অনুষ্ঠান এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঁচ ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় ব্যাচে বিসিকে রবিভিন্ন বিভাগের ২৭ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। বিসিকে রকর্মকর্তাদের কম্পিউটার স্কিল, স্প্রেডশীট ও মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা বৃদ্ধিসহ প্রযুক্তি গত দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে বিসিক এবং প্রিজম প্রকল্প। বিসিকে রকর্মকর্তাদের দৈনন্দিন কাজের সাথে সংগতিপূর্ণ কম্পিউটার ও ইন্টারনেট সংশ্লিষ্ট কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করারজন্য এ বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরও পড়ুন: রবি বিটিআরসিকে দিল ২৭ কোটি ৬০ লাখ টাকা


প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন
প্রিজম প্রকল্পের জুনিয়ার এক্সপার্ট আনোয়ার
হোসেন ফকির। সমাপনী
ও সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির
অধ্যক্ষ মোঃ শফিকুল আলম
ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ
শিল্পমন্ত্রণালয়, বিসিক,
স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। সংবাদ
বিজ্ঞপ্তি।

লাস্টনিউজবিডি/এস
এম সবুজ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar