ad720-90

করোনাভাইরাস: শীর্ষ ধনীদের ৪৪ হাজার কোটি ডলার হাপিস


করোনাভাইরাসের কারণে ছড়িয়ে পড়েছিল আতংক। ফলে প্রভাব পড়েছিল বিশ্বের ইক্যুইটি বাজারগুলোতেও। নিউ ইয়র্কের ‘ডাও জোনস ইনডাস্ট্রিয়াল অ্যাভারেজ’ কমেছে ১২ শতাংশেরও বেশি। ২০০৮ সালের অর্থিক মন্দার পর এবারই সবচেয়ে বড় দরপতন দেখেছে বিশ্ববাজার। পাঁচ দিনব্যাপী দরপতনে বৈশ্বিক শেয়ারবাজার থেকে হাওয়া হয়ে গেছে ছয় লাখ কোটিরও বেশি। — খবর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার।

এতে সাত হাজার আটশ’ কোটি ডলারেরও বেশি হারিয়েছেন বিশ্বের তিন ধনকুবের- জেফ বেজোস, বিল গেটস এবং বার্নার্ড আর্নল্ট। সম্মিলিতভাবে তাদের সম্পদ কমেছে তিন হাজার কোটি ডলার।

বিশ্বের ২৫তম ধনকুবের ইলন মাস্ক। সাম্প্রতিক এই ক্ষতির তালিকার তার অবস্থান চতুর্থ। নয়শ’ কোটি ডলার হারিয়ে এই অবস্থান পেয়েছেন তিনি। ২০২০ সালে মাস্কের ছিল আট হাজার আটশ’ কোটি ডলার এবং এখন তার মোট সম্পদ তিন হাজার ছয়শ’ ৩০ কোটি ডলার।

ব্লুমবার্গের র‌্যাংকিংয়ে স্থান পাওয়া ৮০ শতাংশ শতকোটিপতি এ বছর তালিকায় ‘লালের’ ঘরে রয়েছেন। কার্নিভাল কর্পোরেশনের চেয়ারম্যান মিকি আরিসন এ সপ্তাগে শত কোটি হারিয়েছেন বলেও উল্লেখ করেছে টাইমস অফ ইন্ডিয়া।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar