ad720-90

মার্চের শেষে স্বাভাবিক উৎপাদনে ফেরার প্রত্যাশা ফক্সকনের


প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনে বেশ কিছু কারখানা বন্ধ রেখেছিল ফক্সকন। ধাপে ধাপে সেগুলো আবার চালু করতে শুরু করেছে তাইওয়ানিজ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের অর্ধেক মৌসুমী কর্মী পুনরায় কাজে ফিরেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কাজে ফেরার আগে মৌসুমী কর্মীদেরকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানানো হয়েছে। গত মাসে চন্দ্র নববর্ষের ছুটি বাড়িয়ে নিয়ে ছুটি কাটাচ্ছিলেন কর্মীরা।

চীনে করোনাভাইরাস ছড়ানোর গতি কমতে থাকায় আশাবাদী ফক্সকন। এ ভাইরাস এখন চীনের বাইরেই অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে। চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৩ জনে। আর বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১১৫ জন।

এ পর্যন্ত বিশ্বে ৯০ হাজার ৫০৬ জনের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১০ হাজার ৩৫৫ জন সংক্রমিত হয়েছেন চীনের বাইরে।

ফক্সকন পুরোদমে উৎপাদন শুরু করতে পারলে তাতে কিছুটা স্বস্তিই পাবে অ্যাপল। চীনের ঝেংঝৌতে ‘আইফোন সিটি’ নামে ফক্সকনের একটি কারখানায় আইফোন বানাতে কাজ করেন কয়েক হাজার কর্মী।

চীনের বিশাল সরবরাহ চেইনের ছোট একটি অংশ ফক্সকন। যেমন শুধু অ্যাপলেরই দুইশ’র বেশি সরবরাহকারী রয়েছে যে প্রতিষ্ঠানগুলো চীনে অবস্থিত বা দেশটির উপাদানের ওপর নির্ভরশীল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar