ad720-90

র্স্টাটআপ গুলোতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে: আইসিটি প্রতিমন্ত্রী


লাস্টনিউজবিডি,
০৩ মার্চ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক বলছেনে দেশে বিগত
চার বছরে র্স্টাটআপ গুলোতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। র্স্টাটআপ ইকোসস্টিমে গড়ে
তুলতে উদ্যোক্তাদরে জন্য র্অথনতৈকি সহযোগিতা অত্যন্ত জরুরি উল্লখে করে প্রতিমন্ত্রী
বলনে র্স্টাটআপদরে যথাযথ বিকাশরে লক্ষ্যে সরকার মন্টেরিং, কোচিং ও ফান্ডিংসহ র্সাবিক
সহযোগিতা প্রদান করছে।

প্রতিমন্ত্রী
আজ মঙ্গলবার হোটলে ইন্টারকন্টনিন্টোলে আইডএিলসি ভঞ্চোর ক্যাপটিাল ফান্ড-১ এর উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছলিনে।

প্রতিমন্ত্রী বলনে দশেরে তরুণ উদ্যোক্তাদরে সহযোগিতা করার লক্ষে চলতি বাওজটে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তাদরে জন্য সীড স্টেজে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া গ্রোথ স্টেজে ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ভঞ্চোর ক্যাপটিাল হিসেবে প্রদান করা হচ্ছে।

bty

দশেরে র্অথনৈতিক প্রবৃদ্ধরি পছেনে তরুণ উদ্যোক্তাদরে গুরুত্বর্পূন ভূমকিা রয়েছে উল্লখে করে পলক বলনে এই খাতকে এগিয়ে নিতে সরকাররে পাশাপাশি আইডএিলসি এর মত বসেরকারি প্রতষ্ঠিানসমূহকে এগিয়ে আসতে হব। তিনি নতুন নতুন উদ্ভাবনী সলউিশন এর মাধ্যমে দেশীয় চাহিদা পূরণ করার জন্য উদ্যোক্তাদরে প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানে ধরে রেখেছে স্যামসাং

অনুষ্ঠানে
অন্যান্যরে মধ্যে বক্তৃতা করনে আইডএিলসি এর সইিও এবং এমডি আরফি খান। পরে প্রতিমন্ত্রী
আনুষ্ঠানিক ভাবে আইডএিলসি ডান্সার ক্যাপটিাল ফান্ড-১ এর উদ্বোধন করনে।

লাস্টনিউজবিডি/এস
এম সবুজ

সর্বশেষ সংবাদ



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar