ad720-90

ইউটিউব ভিডিও এসইও করুন, সার্চ রেজাল্টের সবার প্রথম আপনার ভিডিও নিয়ে আসুন।



ইউটিউব বর্তমান মানুষের কাছে অনেক বড় একটি মাধ্যম, এই মাধ্যমে সরাসরি ভিডিও আদান-প্রদান করে মানুষ, ইউটিউব বিশ্বের #৩ নাং রেংকে থাকা সোশাল মিডিয়া। 

বর্তমানে আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে, ইউটিউব চিনে না/জানে না, আসলে কিছু পুরাতন যুগের লোকজন ছাড়া সকলেই ইউটিউবের সঙ্গে পরিচিত। 

তাছাড়া আমাদের দেশেই রয়েছে কোটি কোটি ইউটিউবার, (যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরী করে তাদেরকে ইউটিউবার বলে)। 

ভালো ইউটিউবার হওয়ার জন্য প্রয়োজন পড়ে অনেক গুলো জিনিসেরঃ

১! ভালো ভিডিও তৈরী করতে হবে। 
২! ভালো সাবস্ক্রাইব থাকতে হবে। 
৩! ভিডিওতে সুন্দরভাবে কথা বলতে হবে। 
=>মূল কথা সকল দিক গুলো ভালো থাকতে হবে। 

ভিডিওতে বেশি ভিউ, বেশি লাইক, বেশি কমেন্ট পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো ভিডিও এস ই ও করা। 

যারা ওয়েবসাইট ব্যবহার করেন তারা হয়তো এস ই ও কি?  তা জানেন? 
SEO কি? 
==>>Search Engine Optimise

ওয়েবসাইটের মতো করে ভিডিওতেও এসইও করতে হবে, যাতে আমাদের ভিডিও গুলো যেনো সার্চ পেজের প্রথমে আসে। 

আমার মনে হয় যারা ইউটিউব ব্যবহার করেন যারা ইউটিউবে ভিডিও আপলোড দেন, তারা একটু হলেও তার ভিডিওতে এসইও করেন? 

ইউটিউবে এসইও করতে হয় কিভাবে? 

১! ভিডিওটা সম্পূর্ণ কপিরাইট ফ্রী হতে হবে। 
২! ভিডিওটির সাথে টাইটেল ও ডেসক্রিপশন দিতে হবে। 
৩! ভিডিওটার সাথে ট্যাগ ব্যবহার করতে হবে। 

উপরের ৩টা জিনিস ঠিক ভাবে করতে পারলে ইনশাআল্লাহ আপনার ভিডিও ইউটিউবের সার্চে প্রথমে আসবে। 

আজকে আমি দেখাবো যে, কিভাবে অন্যোর ভিডিও এর ট্যাগ খুজে বের করবেন?  আর সেই ট্যাগ গুলো আপনার ভিডিওতে ব্যবহার করে কিভাবে সার্চে প্রথমে আনবেন? 

তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটিঃ



আমি ইউটিউবে গিয়ে “Bolo: Learn to read with Google” লিখে সার্চ করলাম,
তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমার ভিডিওটি উপরের সার্চে নেই। 


আসুন আমার ভিডিওটি সার্চে নিয়ে আসি। 
এরজন্য যেই ভিডিওটি সবার প্রথম এসেছে সেটার উপরের দিকের ৩ডট মেনুতে ক্লিক দিন। 





এবার Share লেখায় ক্লিক করুন। 





এবার Copy Link করে নিন। 

এবার লিংকটি কপি করার পর একটি এপসের প্রয়োজন হবে, নিচের লিংক থেকে এপসটি ডাউনলোড করুন। 






ডাউনলোড করা YT Tag Generator এপসটি ওপেন করুন। 





এবার ফাকা বাক্সে আপনি যেই ভিডিওটির লিংকটি কপি করেছিলেন সেটি পেস্ট করুন। 
এরপর Find বাটনে ক্লিক করুন।





Recommended Tags লেখার নিচে যতোগুলো ট্যাগ পাবেন সেগুলো ঐ ভিডিওটির ট্যাগ, এই ট্যাগ গুলোর মধ্যো থেকে আপনার যেগুলো বেশি প্রয়োজন সেগুলোর উপর ক্লিক দিন। 
এরপর Tags Editor থেকে Copy All করে নিন। 





এবার আপনার ইউটিউব এপস এ ফেরত আসুন,
তারপর নিচের দিকে Library তে ক্লিক দিন। 





এবার My Videos এ ক্লিক করুন। 





এবার আপনার যেই ভিডিওটি ঐ সার্চের সঙ্গে মিলে, সেটার ৩ডট মেনুতে ক্লিক করুন। 





এবার Edit এ ক্লিক করুন। 





এবার কপি করা ট্যাগস গুলো পেস্ট করে দিন,
তারপর সেভ করে দিন। 


দেখুন এবার একই লেখা সার্চ করলে আমার ভিডিওটি সার্চে ৩নাং এ আসছে। 


তবে হ্যা ১নাং এই আসতো শুধু আমারটার ভিউ কম তাই,আসেনি, তাহলে সকলেই হয়তো বুঝতে পেরেছেন যে, এসইও করতে ট্যাগ এর গুরুত্ব অনেক। 


আজকের এই টিউটোরিয়ালটি কোও না বুঝলে কমেন্ট করুন বুঝিয়ে দিবো। 
সৌজন্যেঃ টুইচবিডি ডট কম
টুইচবিডি দিচ্ছে প্রতি পোস্টে ৫৳
মাত্র ১টি পোস্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ
তাছাড়া মাত্র ২০৳ হলেই রিচার্জ এবং ৫০৳ বিকাশ নিতে পারবেন। 
আরো আছে পোস্ট দেখে, লাইক কমেন্ট করে টাকা আয়ের সুযোগ। 

































































































The post ইউটিউব ভিডিও এসইও করুন, সার্চ রেজাল্টের সবার প্রথম আপনার ভিডিও নিয়ে আসুন। appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar