ad720-90

মার্চের শেষে আসছে শাওমি মি ১০ সিরিজ


শাওমি’র অফিশিয়াল ফেইসবুক, টুইটার, এবং ইউটিউব অ্যাকাউন্ট থেকে দেখা সম্ভব হবে উন্মোচনের ওই লাইভ-স্ট্রিমটি। শনিবার খবরটি সম্পর্কে প্রথমে জানিয়েছে ‘গিজমোচায়না’। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

চীনের বাজারে প্রায় একমাস আগেই অবশ্য মি ১০ লাইনআপ উন্মোচন করেছে শাওমি। আইএএনএস উল্লেখ করেছে, আসন্ন মি ১০ সিরিজে দেখা মিলবে মানসম্পন্ন মি ১০ ৫জি এবং মি ১০ প্রো ৫জি চালিত স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের। দুটি ফোনেই দেখা মিলবে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড এফএইচডি প্লাস পাঞ্চ হোল পর্দার। এ ছাড়াও প্রতিটি ডিভাইসেই রয়েছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।      

মি ১০-এ আরও দেখা মিলবে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরার, দুই মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরার, এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সরের। মি ১০ প্রো’তে থাকবে চার হাজার ৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। আর ‘নন-প্রো’ মডেলে থাকবে চার হাজার ৮৭০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar