ad720-90

হ্যাকারের হাতে এএমডি সোর্স কোড, ডেটা ফাঁস অনলাইনে


পোস্ট হওয়ার পর অবশ্য তা নামিয়েও নেওয়া হয়েছে। কিন্তু ক্ষতি যা হওযার তা হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক তথ্য। তবে, বিষয়টি নিয়ে বিস্তারিত তেমন কিছু জানায়নি এএমডি। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।

সোর্স কোডের জন্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির কাছে ১০ কোটি ডলারও দাবি করেছিলেন ওই হ্যাকার। দাবি পূরণ না করলে সব ডেটা বিক্রি করে দেওয়া এবং ক্রেতা না পেলে অনলাইনে আপলোড করে দেওয়া হুমকি দিয়েছিলেন তিনি। নভেম্বরে নিরাপত্তা খোয়ানো এক কম্পিউটার থেকে জিপিইউ ডেটাগুলো বেহাত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

নাভি ১০, নাভি ২১ এবং এক্সবক্স সিরিজ এক্সের আরডেন জিপিইউয়ের সোর্স কোড রয়েছে বলে ট্ররেন্টফ্রিকে দাবি করেছিলেন ডেটা হাতিয়ে নেওয়া ওই হ্যাকার।       

তবে, হ্যাকারের চাপের মুখে নতি স্বীকার করেনি এএমডি। চুরি হওয়া ডেটা, পণ্যের “প্রতিযোগিতা বা নিরাপত্তার মূল নয়” বলেই মনে করছে প্রতিষ্ঠানটি। এএমডি’র তথ্য অনুসারে, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে”।  





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar