ad720-90

ইউটিউবে ডার্ক মোড অন করুন [সাথে ইউটিউব ব্যবহার করুন আগের থেকে ২গুণ কম নেট খরচে ]


প্রিয়  ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন ।  আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

ডার্ক মোড বা নাইটমোড খুব জনপ্রিয় একটি মোড, ডার্কমোড হলো কোনো কিছুর অন্ধকার ভার্সন,
ফেসবুক এপস বা মেসেন্জারে আমরা ইতিমধ্যে ডার্কমোড সিস্টেমটা দেখতে পেয়েছি,
সেরকমই ইউটিউব এপস ফেসবুক ও মেসেন্জারের মতোই খুবই গুরুত্বপূর্ণ, আর ইউটিউবেও ইতিমধ্যে ডার্কমোড সিস্টেমটি চালু করা হয়েছে৷
একই সাথে ওয়েব ভার্সন, এপস ভার্সন প্রত্যেকটিতে ডার্কমোড অপশনটি চালু করা হয়েছে৷

আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক এপসে ডার্ক মোড চালু করবেন।
সাথে দেখাবো কি করে ইউটিউবে Restrict মোড অন করে মেগাবাইট খরচ কম করবেন?

তাহলে আসুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটিঃ

ইউটিউব এপসে প্রবেশ করুন, এরপর Library তে ক্লিক করুন।

আপনার মেইলের ফটোর উপর ক্লিক করুন।

এবার Setting এ ক্লিক করুন।

এবার General এ ক্লিক করুন।

এবার Dark Theme অপশনটা চালু করুন তাহলে ডার্ক মোডটি অন হয়ে যাবে,
এবার Restrict Mode টি অন করুন মেগাবাইট কম খরচ হবে।

ব্যাস কাজ শেষ।

তাহলে  ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ।  ধন্যবাদ ।

আইটিজানো দিচ্ছে প্রতি পোস্টে ৫৳ টাকা, মাত্র ২০৳ হলে রিচার্জ এবং ৫০৳ হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

The post ইউটিউবে ডার্ক মোড অন করুন [সাথে ইউটিউব ব্যবহার করুন আগের থেকে ২গুণ কম নেট খরচে ] appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar