ad720-90

বিক্রি বন্ধ হচ্ছে আইফোন ৮ ও ৮ প্লাসের


তবে, অ্যাপল না ছাড়লেও খুচরা বিক্রেতাদের কাছে রয়ে যাওয়া আইফোন ৮ বিক্রি হতে পারে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস। সেপ্টেম্বর ২০১৭-তে প্রথম বাজারে এসেছিল আইফোন ৮ এবং ৮ প্লাস।

আগ্রহীরা সরাসরি অ্যাপলের কাছ থেকে আইফোন ৮ প্লাস না কিনতে পারলেও খুচরা বিক্রেতাদের কাছ থেকে মডেলটি কিনতে পারবেন। কারণ অ্যাপল বেশ কিছু দেশের খুচরা অংশীদারদেরকে আইফোন ৮ প্লাস স্টক করার এবং বিক্রি করার অনুমোদন দিয়েছে। তবে, তা শুধু আফোন এসই পৌঁছানোর আগ পর্যন্ত।

এদিকে, বুধবার নিজেদের নতুন সাশ্রয়ী আইফোন এসই উন্মোচন করেছে অ্যাপল। অ্যাপলের নকশায় তৈরি এ১৩ বায়োনিক চিপসমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৪.৭ ইঞ্চি রেটিনা এইচডি পর্দা, টাচ আইডি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা। ফোনটির ক্যামেরা সিস্টেমও এ পর্যন্ত আইফোনে দেখতে পাওয়া সিঙ্গল ক্যামেরা সিস্টেমের মধ্যে সেরা বলে উল্লেখ করেছে আইএএনএস।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar