ad720-90

ক্ষতি পোষাতে সস্তা ৫জি ফোন আনতে পারে স্যামসাং


স্যামরাং অবশ্য কিছুদিন আগেই মার্কিন বাজারে গ্যালাক্সি এ৫১ ৫জি এবং গ্যালাক্সি এ৭১ ৫জি নামে দুটি সস্তার ৫জি মডেল উন্মোচন করেছে।

গিজমোচায়নার দেওয়া তথ্য অনুসারে, যে দেশগুলোতে ৫জি নেটওয়ার্ক রয়েছে, সে দেশগুলোতে ওই সাশ্রয়ী ৫জি মডেল দুটি এবং সামনে আরও বেশ কিছু ৫জি মডেল স্মার্টফোন আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এ৫১ ৫জি ৪৯৯ ডলার ৯৯ সেন্ট এবং গ্যালাক্সি এ৭১ ৫৯৯ ডলার ৯৯ সেন্ট দামে বিক্রি হওয়ার কথা রয়েছে।         

খেয়াল করার বিষয়, মাত্র ১১ মাসের মধ্যেই ৫জি স্মার্টফোনের দাম ৬২ শতাংশ কমিয়ে আনতে পেরেছে স্যামসাং। প্রথম স্যামসাং ৫জি স্মার্টফোন গ্যালাক্সি এস১০ ৫জি-এর দাম ধরা হয়েছিল ১২৯৯ ডলার ৯৯ সেন্ট।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar