ad720-90

ত্রুটি নিয়ে দুইশ’ কোটি ক্রোম গ্রাহককে গুগলের সতর্কবার্তা


উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্রোম ব্রাউজারগুলোতে এই নিরাপত্তা ত্রুটি ছিলো বলে জানিয়েছে গুগল। আপডেটের মাধ্যমে ত্রুটি সারানোর কথা বললেও ঠিক কী ত্রুটি ছিলো তা নির্দিষ্টভাবে বলেনি প্রতিষ্ঠানটি– খবর আইএএনএস-এর।

গত সপ্তাহে এক ব্লগ পোস্টে গুগল সতর্ক করেছে, “চ্যানেলটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ৮১.০.৪০৪৪.১১৩-তে আপডেট করা হয়েছে, যা সামনের দিন বা সপ্তাহগুলোতে সবার জন্য উন্মুক্ত করা হবে। এই আপডেটে একটি নিরাপত্তা ত্রুটি সারানো হয়েছে।”

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের প্রধান গবেষক পল ডাকলিন এক ব্লগ পোস্টে বলেন, “ত্রুটিটি এখনও একটি রহস্যই থেকে যাচ্ছে।” আর এটি চিন্তার বিষয় কারণ গুগল পরামর্শ দিচ্ছে যে নতুন সংস্করণটি সামনের “দিন বা সপ্তাহগুলোতে” আসবে।

ডাকলিন আরও বলেন, ত্রুটিটি জটিল বলেই এমনটা হচ্ছে। এর মাধ্যমে হয়তো হ্যাকাররা কম্পিউটারে ম্যালওয়্যার ঢোকাতে পারে।

এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যায় না গিয়ে গুগল স্রেফ বলেছে, “সাধারণ ত্রুটিগুলোর বিষয়ে জানতে এবং সহায়তা নিতে কমিউনিটি সহায়তা ফোরামও একটি দারুণ জায়গা।”

গ্রাহকের দেখার জন্য আপডেটে পরিবর্তনগুলোর একটি তালিকা তৈরি করেছে গুগল। আর নতুন কোনো সমস্যা পেলে সে বিষয়ে সতর্ক করতেও বলেছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar