ad720-90

আপডেট: গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন


কোভিড-১৯ সংকটে কোয়ারেন্টিন ও লকডাউনে অনেককেই কাজ করতে হচ্ছে বাসা থেকে, দূরে থেকে অংশ নিতে হচ্ছে প্রাতিষ্ঠানিক কার্যক্রমে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও চলছে বাসা থেকে। এরকম একটি অবস্থার মধ্যেই গ্রিড ভিউয়ের আপডেটটি নিয়ে এলো গুগল। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

সক্রিয় অংশগ্রহণকারীদেরকে সবাইকে দেখাতে গ্রিড ভিউ ঠিক করে নেবে গুগল মিট। “এক সময়েই আরও বেশি মানুষকে দেখার বিষয়টি বড় গ্রুপ মিটিং এবং ক্লাসের গতিময়তা উন্নত করতে সাহায্য করতে পারে”। – গুগল বলেছে ব্লগ পোস্টে। “এটি দূর থেকে বসে করা মিটিংকে সামনে বসে করা মিটিংয়ের অনুভূতি দেবে এবং অংশগ্রহণকে উৎসাহিত করবে”। – ব্লগ পোস্টে লিখেছে গুগল।

বর্তমানে শুধু গুগল মিট-এর ওয়েব সংস্করণে ১৬ গ্রিড ভিউ সুবিধাটি পাওয়া যাচ্ছে। এপ্রিলের ২০ তারিখ থেকে মে মাসের ১ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সবার কাছে চলে আসবে আপডেটটি। সামনে অন্যান্য ডিভাইসেও সুবিধাটি পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে গুগল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar