ad720-90

ঘরবন্দী গ্রাহকের জন্য বিনামূল্যে ইউটিউবের ১১টি শো


বুধবার এক টুইট পোস্টে ইউটিউব প্রধান সুজান ওজসিকি বলেন, “আমরা যখন বাড়িতে আরও বেশি সময় কাটাচ্ছি, তখন মানুষকে একত্রিত করতে আমরা ১১টি ইউটিউব অরিজিনাল শো বিনামূল্যে উন্মুক্ত করছি। কিছু শো আপনাকে শেখাবে, কিছু আপনাকে হাসাবে। তালিকায় সবার জন্য কিছু না কিছু রয়েছে।”

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, নতুন এই শোগুলোর মধ্যে একটি ‘দ্য সিক্রেট লাইফ অফ লিলি’। মার্কিন ইন্টারনেট তারকা লিলি পনস অভিনয় করেছেন এতে। এই শোটি উন্মুক্ত হবে ১৯ মে।

অন্যান্য শোগুলোর মধ্যে রয়েছে, দ্য ক্রিয়েটর গেইমস, মুভ উইথ মি, বুকটিউব এবং ক্রিয়েট টুগেদার উইথ মি’র মতো শোগুলো।

এরই মধ্যে ইউটিউবে বিনামূল্যে বেশ কিছু ডকুমেন্টরি উন্মুক্ত করেছে নেটফ্লিক্স। শিক্ষকরা যাতে তাদের ভার্চুয়াল শ্রেণিকক্ষে কিছু কনটেন্ট দেখাতে পারেন সে লক্ষ্যেই এই ডকুমেন্টরিগুলো উন্মুক্ত করেছে নেটফ্লিক্স।

অন্যান্য ডকুমেন্টরি ছবি এবং সিরিজের মধ্যে রয়েছে বেবিজ, চেইসিং কোরাল, নক ডাউন দ্য হাউস এবং আওয়ার প্ল্যানেট।

এ ছাড়াও ‘অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড এক্সপ্লেইন্ড’ সিরিজের কিছু পর্ব, ছোট গল্প পিরিওড এবং এন্ড অফ সেনটেন্স, দ্য হোয়াইট হেলমেটস ও জিওনের মতো কনটেন্টও উন্মুক্ত করছে ইউটউব।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar