ad720-90

বিশ্বের প্রথম ট্রিলিওনেয়ার হতে পারেন অ্যামাজনের বেজোস!


প্রতিষ্ঠানগুলোকে ভিন্ন ভিন্ন ব্যবসায়িক পণ্য তুলনা করতে সহায়তা করে কম্পারিসান। হিসাব যদি ঠিকঠাক ফলে যায় তবে এক লাখ কোটি মার্কিন ডলার সম্পদের মালিক হওয়ার সময় বেজোসের বয়স দাঁড়াবে ৬২ বছর– খবর আইএএনএস-এর।

সম্প্রতি ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে বিচ্ছেদের কারণে প্রায় তিন হাজার আটশ’ কোটি মার্কিন ডলার হারিয়েছেন অ্যামাজন প্রধান। তারপরও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন বেজোস। গত পাঁচ বছরে গড়ে তার সম্পদ বেড়েছে ৩৪ শতাংশ।

কম্পারিসান আরও বলছে, ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ ট্রিলিওনেয়ার হতে পারেন বেজোসের চেয়ে প্রায় এক দশক পরে। সে সময়ে তার বয়স দাঁড়াতে পারে ৫১ বছরে।

ভারতের মুকেশ আম্বানি ট্রিলিওনেয়ার ক্লাবে যোগ দিতে পারেন ২০৩৩ সালে ৭৫ বছর বয়সে।

কম্পারিসানের তথ্যমতে বেজোসের পর ২০২৭ সালে বিশ্বের দ্বিতীয় ট্রিলিওনেয়ার ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চীনা রিয়েল এস্টেট ধনকুবের শু জিয়াইনের।

এ ছাড়াও ৬৫ বছর বয়সে ২০৩০ সালে ট্রিলিওনেয়ার ক্লাবে নাম উঠতে পারে আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মার।

প্রতিষ্ঠানটি যে ২৫ ব্যক্তিকে নিয়ে বিশ্লেষণা করেছে, তার মধ্যে ১১ জনের নিজেদের জীবদ্দশায় ট্রিলিওনেয়ার হওয়ার সুযোগ রয়েছে। তাদের সাম্প্রতিক সম্পদ বৃদ্ধির হার বিবেচনায় করা হয়েছে এই হিসাব।

গবেষণার জন্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সর্বোচ্চ বাজারমূল্যের ২৫টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে কম্পারিসান।

প্রতিষ্ঠানের এই তালিকা নেওয়া হয়েছে ম্যাক্রোট্রেন্ডস-এর তথ্য থেকে। সেইসঙ্গে ফোর্বস-এর তালিকা থেকে  বিশ্বের সেরা ২৫ ধনীকে নিয়েও বিশ্লেষণ করেছে প্রতিষ্ঠানটি। দুই ক্ষেত্রেই পাঁচ বছরের ডেটা নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar