ad720-90

আলামেডা কাউন্টির বিরুদ্ধে মামলা তুলে নিলো টেসলা


মামলায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি দাবি করেছিল, কাউন্টির বাধ্যতামূলক কোভিড-১৯ শাটডাউন নীতি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নীতিমালার পরিপন্থী ছিল।

মামলায় টেসলা বলেছে, “উৎপাদন সাময়িকভাবে বাতিল করার ক্ষেত্রে অকার্যকরিতার জন্য এবং বিভিন্ন স্থানে সরবরাহ বাতিল হওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি।”– খবর সিএনবিসি’র।

কাউন্টির আদেশের মাধ্যমে চাপ প্রয়োগে বাধা দিতেই আদালতের কাছে স্থায়ী আদেশ চেয়েছিল টেসলা।

২৩ মার্চ কারখানায় উৎপাদন বন্ধ করে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। উৎপাদন পুনরায় শুরু হয়েছে চলতি মাসের শুরুতে।

আলামেডা কাউন্টির বিরুদ্ধে টেসলার এই মামলাকে এক ধরনের ‘শো অফ’ হিসেবেই দেখছেন অনেকে। কারণ, মামলায় সাময়িক আদেশের দাবি করলে সহজেই সেটি পেতে পারতো প্রতিষ্ঠানটি এবং বৈধ পথেই উৎপাদন শুরু করতে পারতো। কিন্তু, ইলন মাস্ক হেঁটেছেন ভিন্ন পথে।

স্বাস্থ্যবিষয়ক আদেশ অবজ্ঞা করেই ৯ মে উৎপাদন শুরু করেছে টেসলা।

আরও খবর-

‘টেসলা’র হুমকিতে ফসকে গেলো স্পেসএক্সের তহবিল
 

আদেশ না মেনেই টেসলা কারখানা খুললেন মাস্ক
 

কারখানা খুলতে দাও, নয়তো আমরা চলে যাবো: ইলন মাস্ক
 

ফ্রেমন্টে উৎপাদন শুরুর ‘সবুজ সংকেত’ পায়নি টেসলা
 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar