ad720-90

এক লাখ ৭০ হাজার ‘চীনপন্থী’ অ্যাকাউন্ট সরালো টুইটার


এই অ্যাকাউন্টগুলো থেকে যে পোস্ট করা হয়েছে তার বেশ কিছু করোনাভাইরাস মহামারী সম্পর্কিত বলেও জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি– খবর বিবিসি’র।

প্রতিষ্ঠানটির দাবি ২৩ হাজার ৭৫০টি অত্যন্ত সক্রিয় অ্যাকাউন্টের একটি ‘মূল নেটওয়ার্ক’ মুছে ফেলা হয়েছে, পাশাপাশি সরানো হয়েছে আরও দেড় লাখ ‘অ্যামপ্লিফায়ার অ্যাকাউন্ট’।

ভুয়া তথ্য ছড়ানো হাজারের বেশি রাশিয়াভিত্তিক অ্যাকাউন্টও সরিয়েছে বলে দাবি টুইটারের।

প্রতিষ্ঠানটি বলছে, চীনপন্থী নেটওয়ার্কটি চীন থেকেই পরিচালিত হচ্ছিলো। গত বছর ফেইসবুক এবং ইউটিউবের পাশাপাশি টুইটার যে রাষ্ট্র সমর্থিত কার্যক্রমটি ভেঙ্গে দিয়েছিল, সেটির সঙ্গে এই নেটওয়ার্কের সম্পৃক্ততা রয়েছে।

চীনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হং কংয়ে বার্তা পাঠানো হচ্ছিলো এই কার্যক্রমের মাধ্যমে।

ব্লগ পোস্টে টুইটার বলছে, “সাধারণভাবে বলতে গেলে, এই পুরো নেটওয়ার্কটি বিভিন্ন ধরনের জালিয়াতি এবং সমন্বিত কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছিলো। চীনা ভাষায় বৈশ্বিক রাজনীতি নিয়ে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে টুইট করছিলো এই অ্যাকাউন্টগুলো।”

মূলে ২৩ হাজার ৭৫০টি অ্যাকাউন্ট থাকলেও বাকি দেড় লাখ অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে বার্তাগুলো ছড়ানো হচ্ছিলো বলে জানিয়েছে বিবিসি’র প্রতিবেদন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar