ad720-90

এবার সব গ্রাহককে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ দেবে জুম


বুধবার এ ব্যাপারে জানিয়েছে ভিডিও কনফারেন্সিং সেবাদাতা এ প্রতিষ্ঠানটি।  — খবর রয়টার্সের।

করোনাভাইরাস লকডাউনের সময়টিতেই হুট করে বেড়েছে জুমের ব্যবহার। সংক্রমণ এড়াতে বহু মানুষ বাসা থেকে কাজ করেছেন। সহকর্মীরা পরস্পরের সঙ্গে যুক্ত থেকেছেন জুম ভিডিও কলে। পারিবারিক অনেক কাজেও ব্যবহার হয়েছে জুমের ভিডিও কল সেবা।

কিন্তু প্রশ্ন উঠেছিল এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। জুমের সেবা সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড’ না হওয়ায়, কড়া সমালোচনার সম্মুখীন-ও হতে হয়েছিল। পরে বেশ কয়েকটি নিরাপত্তা ব্যর্থতার পর ফেইসবুকের সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস’কে এপ্রিলে নিয়োগ দেয় ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

স্ট্যামোসের নিয়োগের পরপরই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট নিয়ে এসেছিল জুম।

মে মাসের শেষের দিকে অর্থের বিনিময়ে ‘দৃঢ় এনক্রিপশন’ দেওয়ার সিদ্ধান্ত-ও জানিয়েছিল এই ভিডিও কনফারেন্সিং সেবাদাতা।

ওই সময় এ বিষয়ে জুমের অবস্থান নিয়ে প্রতিবেদনে রয়টার্স উল্লেখ করেছিল, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করলে এ ধরনের কঠিন এবং অত্যাধুনিক এনক্রিপশন বিনামূল্যে দিয়ে অর্থ আয় করা কঠিন। নিজেদের মেসেঞ্জারে পুরোপুরি এনক্রিপশন দেওয়ার কথা ভাবছে ফেইসবুকও। নিজস্ব আর দশটি সেবা থেকে ব্যাপক আয় রয়েছে মার্কিন সোশাল জায়ান্টটির।

অন্য যারা এ ধরনের সেবা দিয়ে থাকে, তারা হয় ব্যবসায়িক ব্যবহারকারীদের সেবা দেয়, আর না হয় অলাভজনক হিসেবে কাজ করে। যেমন, সিগনাল।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar