ad720-90

এবার টরেন্ট থেকে ফাইল ডাউনলোড হবে টরেন্ট ক্লায়েন্ট সফটওয়্যার ছাড়াই


যারা মুভি বা দরকারি সফটওয়্যার ডাউনলোড করে থাকে তাদের শেষ ভরসার জায়গা হলো পপুলার টরেন্ট সাইটগুলো । যখন সার্চ ইঞ্জিন এ সার্চ করে পাওয়া যায় না তখন নজর দিতে হয় টরেন্ট এর দিকে । কারণ কপিরাইট কন্টেন্ট গুগল রেজাল্ট থেকে সরিয়ে রাখে । অনেকের কাছে টরেন্ট সফটওয়্যার ঝামেলার । সেজন্যই আজকের টিউন …

আজকে আমরা দেখব কিভাবে টরেন্ট থেকে ফাস্ট ডাউনলোড করা যায় কোনো টরেন্ট সফটওয়্যার ছাড়া । এক্ষেত্রে UTORRENT , BIT TORRENT, FlUD TORRENT বা এরকম কোনো সফটওয়্যার এর দরকারই পড়বে না ।

যা লাগবে :

>BRAVE BROWSER

 

 

ব্রেভ দিয়ে ডাউনলোড করবো কিভাবে ?

১। প্রথমে ব্রেভ ব্রাউজার দিয়ে আপনার পছন্দের পাবলিক টরেন্ট সাইট থেকে দরকারি ফাইল খুঁজে বের করুন ।

২। এবার MAGNET লিংক এ ক্লিক করুন । অন্যান্য ব্রাউজার থেকে MAGNET লিংক এ ক্লিক করলে টরেন্ট এর মাধ্যমে ওপেন করার জন্য পপ আপ দেখা যায় (যদি টরেন্ট সফটওয়্যার ইন্সটল করা থাকে)। ব্রেভ ব্রাউজার এ এরকম দেখাবে না ।

 

 

 

 

৩। যদি ডাউনলোড ফাইল নামিয়ে নেন তাহলে OPEN WITH BRAVE দিয়ে ওপেন করে নিবেন ।

 

৪। এবার START TORRENT এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে ।

৫। ডাউনলোড বন্ধ করতে চাইলে STOP TORRENT এ ক্লিক করলে বন্ধ হয়ে যাবে ।

এই পদ্ধতি বাবহারে কিছু অসুবিধা আছে । তাই বুঝে শুনে ব্যবহার করবেন । অসুবিধার একটা হলো
ডাটা বেশি খরচ হতে পারে ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar