ad720-90

সাইবার আক্রমণ: অফলাইনে গারমিনের অ্যাপ ও সাইট


বিভ্রাটের সময়টিতে কল ধরতে, ইমেইলের উত্তর দিতে এবং অনলাইনে চ্যাটে অংশ নিতে পারেনি প্রতিষ্ঠানটি, প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

“গার্মিন কানেক্টে প্রভাব ফেলেছে এমন বিভ্রাটের মধ্য দিয়ে এখন যাচ্ছি আমরা। ফলাফল হিসেবে গার্মিন কানেক্ট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ এখন ডাউন”। – টুইট করেছে প্রতিষ্ঠানটি।

“এই বিভ্রাটের প্রভাব পড়েছে আমাদের কল সেন্টারে, এবং বর্তমানে আমরা কোনো কল ধরতে, ইমেইল করতে বা অনলাইন চ্যাট করতে পারছি না।” – ওই টুইটে যোগ করেছে গারমিন।

এক র‌্যানসমওয়্যার আক্রমণের কারণে বিভ্রাটের কবলে পড়েছিল প্রতিষ্ঠানটি। এর আভ্যন্তরীন নেটওয়ার্ক ও উৎপাদন প্রক্রিয়া এনক্রিপ্ট হয়ে গিয়েছিল ওই আক্রমণে। – বলছে বৃহস্পতিবারের জেডডিনেট প্রতিবেদন।

বিষয়টির সমাধান করতে কাজ করছে গারমিন। বিভ্রাটের মূল কারণ সম্পর্কে এখনও জানায়নি প্রতিষ্ঠানটি। মন্তব্যের অনুরোধেও সাড়া দেয়নি তারা।

এখনও নিজেদের ওয়েবসাইটে নোটিশ ঝুলিয়ে রেখেছে গারমিন।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar