ad720-90

জনপ্রিয় সাবরেডিটে ট্রাম্পের প্রচারণা চালালো হ্যাকাররা


আক্রান্ত সাবরেডিটে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের সমর্থনে নানাবিধ বক্তব্য দেখা গেছে। প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, জনপ্রিয় ও উঁচু দরের সাবরেডিটগুলোকে লক্ষ্য করা হয়েছিল হামলায়।

সাইবার আক্রমণের কবলে পড়েছিল /স্পেস, /ফুড, /জাপান, /এনএফএল, /সিএফবি, /পডকাস্টস-এর মতো সাবরেডিটগুলো। প্রযুক্তিবিষয়ক প্রকাশনা ওয়্যারড জানিয়েছে, এ ব্যাপারটি নিশ্চিত যে মডারেটরদের অ্যাকাউন্ট বেহাত হয়েছিল।

শুক্রবার এক বিবৃতিতে রেডিট বলেছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। প্রতিষ্ঠানটিরও সন্দেহ যে মডারেটরদের অ্যাকাউন্টই হ্যাকিংয়ের কবলে পড়েছিল।

“কমিউনিটিতে আক্রমণ চালানোর ধারাবাহিক ঘটনা নিয়ে তদন্ত চলছে।” – বলেছেন এক রেডিট মুখপাত্র। তিনি আরও বলেছেন, “দেখে মনে হচ্ছে, মডারেটর অ্যাকাউন্ট থেকে আক্রমণ হয়েছে। আমরা ওই অ্যাকাউন্টগুলো বন্ধের এবং আক্রান্ত কমিউনিটি পুনরুদ্ধারে চেষ্টা করছি।”

“তবে, ঠিক কীভাবে পুরো আক্রমণটি করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।”

কয়েক সপ্তাহ আগেই হ্যাকিংয়ের কবলে পড়েছিল টুইটার। ওই হামলায় বিটকয়েন স্ক্যামের বার্তা প্রচার করা হয়েছিল খ্যাতনামা ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট থেকে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar