ad720-90

যেকোনো ডিভাইস থেকে সম্পূর্ণ ওয়েব পেজের স্ক্রীনশট নিন কোন সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই ।


কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । আজকের পোস্টের বিষয় কিভাবে একটা পুরো ওয়েব পেজের স্ক্রীনশট নেওয়া যায় ।

লেটস স্টার্ট …

১। আগেই বলেছি এটার জন্য কোন অ্যাপ বা সফটওয়্যার ইন্সটল করে ব্যবহার করার দরকার পড়বে না । আমরা অনলাইন টুল দিয়ে কাজ শেষ করবো । তার জন্য প্রথমে আমরা এই ওয়েবসাইট এ চলে যাই ।

 

২। আপনার ওয়েবসাইটের লিংক বক্স এ দিন ।এবার আপনি কোন ভিউ এর স্ক্রীনশট নিতে চান সেটা রেডিও বাটন এ সিলেক্ট করুন । আমরা যেহেতু পুরো ওয়েব পেজের স্ক্রীনশট নিব সেহেতু FULL WEBSITE SCREENSHOT এ টিক দিয়ে দিব ।

৩। প্রেফারেন্স সিলেক্ট করা শেষ । এবার স্ক্রীনশট নিতে হবে । CAPTURE WEBSITE এ ক্লীক করলে স্ক্রীনশট নেয়া শুরু হবে ।

 

৪। এবার স্ক্রীনশট ডাউনলোড করতে হবে ।

 

ট্রিকবিডির হোম পেজের স্ক্রীনশট নিয়েছিলাম । সেটা নিচে আছে । দেখে নিতে পারেন

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar