ad720-90

গুগলের ‘জি স্যুইট’ এখন ওয়ার্কস্পেস


ডিএমপি নিউজঃ গুগল জি স্যুইট চালু হয়েছিল চার বছর আগে । এখন গুগলের এই জি স্যুইট বদলে যাচ্ছে। এর নতুন নাম হচ্ছে ‘ওয়ার্কপ্লেস।’ দূরে বসে যাঁরা অফিসের কাজ সামলান, তাঁদের কাজ সহজ করতে সফটওয়্যার হাব হিসেবে কাজ করবে ওয়ার্কপ্লেস। গুগল তাদের ওয়ার্কপ্লেসে আরও বেশ কিছু নতুন ফিচার আনছে। ওয়ার্কপ্লেসে যুক্ত হচ্ছে দরকারি নানা অ্যাপ, যার মধ্যে রয়েছে জিমেইল, ক্যালেন্ডার, ড্রাইভ, ডকস, শিটস, স্লাইডস, মিট প্রভৃতি।

জি স্যুইটের নাম পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে জিমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার ও মিট অ্যাপসের লোগো। ওয়ার্কস্পেসের প্রধান হ্যাভিয়ের সলতেরো বলেন, ‘আমাদের নতুন গুগল ওয়ার্কস্পেস ব্র্যান্ড আরও বেশি মানুষকে সংযুক্ত করার পাশাপাশি সহজে কাজের সুযোগ সৃষ্টি করবে। আমাদের নতুন আইকনগুলো তারই প্রতিফলন।’

গুগল তাদের ওয়ার্কস্পেসের জন্য দামের ক্ষেত্রেও পরিবর্তন আনছে। এর দাম শুরু হচ্ছে প্রতি ব্যবহারকারীর জন্য মাসে ৬ ডলার করে।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar