ad720-90

দক্ষিণ আফ্রিকায় এবার ওষুধ সরবরাহে উবার


ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার ৬০ কোটি মার্কিন ডলারের খাবার সরবরাহ সেবার সিংহ ভাগ রয়েছে উবারের দখলে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, খাবারের মতোই দক্ষিণ আফ্রিকায় লোভনীয় আরেকটি খাত ওষুধ সরবরাহ সেবা। এই খাতটি নিয়ন্ত্রণ করছে ফার্মেসি চেইন ক্লিকস এবং ডিস-কেম। করোনাভাইরাস ছড়ানোর অনেক আগে থেকেই ওষুধ সরবরাহ সেবা দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো।

উবার ইটস-এর দক্ষিণ আফ্রিকান ইউনিটের মহাব্যবস্থাপক শেন অস্টিন বলেছেন, “বিশ্বজুড়ে লকডাউন এবং চলাফেরায় সীমাবদ্ধতার কারণে আমাদের ব্যবসার গতি বাড়ানোর তাৎক্ষণিক একটি চাহিদা তৈরি হয়েছে, যাতে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো সহজে হাতের নাগালে পাওয়া যায়।”

এক্ষেত্রে ‘মার্কেটপ্লেইস’ কৌশল ব্যবহার করছে উবার ইটস। রাইড হেইলিং, মুদি পণ্য সরবরাহ এবং অন্যান্য সেবা একটি মোবাইল অ্যাপের মাধ্যমেই নিয়ন্ত্রণ করছে উবার। দেশটিতে ইতোমধ্যেই ২০ লাখের বেশি গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির।

সম্প্রতি স্থানীয় স্বাস্থ্য সংস্থা মেডিকেয়ারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ওষুধ সরবরাহ খাতের পরিসর আরও বাড়িয়েছে উবার। দেশটিতে ৫০টির বেশি ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করে মেডিকায়ার।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar