ad720-90

ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (t-sirt কি? টি-সার্টের বিভিন্ন পার্টের নাম কি?)


আসসালামু আলাইকুম ।

আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ।

তো আমি যেই বিষয়টি নিয়ে পোষ্ট করতে চলেছি আশা করি আপনারা টাইটেল দেখে সেটা বুঝে গেছেন ।

 

আগের পোস্টঃ

  1. গার্মেন্টসের কাজ শিখুন (সূচনা)
  2. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন
  3. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন ০২)
  4. গার্মেন্টসের কাজ শিখুন (কিছু প্রডাক্ট পরিচিতি)
  5. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(মেজারমেন্ট টেপ )
  6. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (Quality)
  7. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (ডিফেক্ট পর্ব)
  8. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (QAFA)
  9. ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (মিনিং পর্ব)
  10. উপস্তিত 👇👇

 

বিষয়ঃ ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন (t-sirt)

টি-শার্ট বা টি হচ্ছে এক প্রকার শার্ট, যা ঘাড়ের অংশ থেকে দেহের ওপরাংশে কমরের বেশিরভাগ স্থানকে ঢেকে রাখে। ইংরেজি ‘টি’ (T) আকৃতির ন্যায় দেখতে, তাই এ পোশাকটির নাম টি-শার্ট হয়েছে। টি-শার্টে সাধারণত কোনো বোতাম বা কলার থাকে না। সচারচর এটি হয় গোলাকার ও খাটো হাতাযুক্ত। যদিও কিছু ক্ষেত্রে মানুষ ভুলবশত খাটো হাতাযুক্ত যে-কোনো শার্ট বা ব্লাউজকেই টি-শার্ট ভেবে ভুল করে। পোলো শার্ট বা অন্যান্য কলারযুক্ত শার্ট প্রকৃতপক্ষে টি-শার্ট নয়। কারণ এ ধরনের শার্টের হাতা কাঁধের পাশ দিয়ে সামান্য একটু বাড়তি থাকে, এবং খাটো হাতার ক্ষেত্রে তা কনুই পর্যন্ত হতে পারে।

 

টি-শার্ট:

টি-শার্ট সাধারণত তুলা বা পলিয়েস্টার দ্বারা তৈরি হয়। কিছুক্ষেত্রে উভয় উপাদান মিশ্রিত সুতা দ্বারাও টি-শার্ট তৈরি হয়। এ দুইয়ের মিশ্রণে জার্সি ধরনের সেঁলাই করার ফলে টি-শার্ট আরো কোমল ও আরামদায়ক হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে টি-শার্ট ডিজাইনে সামনে কিংবা পেছনে কিংবা উভয় পার্শ্বেই ছবি, বাণী, কার্টুন চিত্র প্রভৃতি ব্যবহৃত হয়। এছাড়া বিজ্ঞাপন হিসেবে প্রচারের ক্ষেত্রেও এ ধরনের শার্টের ভূমিকা আছে।

 

আবার একটি টি-শার্ট অনেক ধরনের পার্ট আছে ৷ যেমনঃ 

T-shirt part:

  1. Neck=গলা,
  2. Main Label 
  3. Under arm
  4. bass label
  5. Neck tap
  6. poket
  7. body hem
  8.  neck rip
  9.  Neck opening
  10. Shoulder
  11.  Armhole
  12. Sleeve Hem,
  13. Side seam
  14. Chest
  15. Bottom
  16. Sleeve opening,
  17. Sleeve
  18. Fornt part/সামনের অংশ,
  19. Back part/পিছনের অংশ
  20. In side/ভিতরের অংশ,
  21. Top side/বাহিরের অংশ, 
  22. Etc.

এছাড়াও 

    1. প্রিন্ট,
    2.  এমব্রয়ডারি,
    3. পমপম,
    4. ও লোগো ৷

  ইত্যাদি পার্ট রয়েছে ৷

তো আজকে এই পর্যন্তই । দেখা হবে হবে  পরের পোষ্টে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar