ad720-90

‘স্মার্ট গ্লাস’ আনলো হুয়াওয়ে


ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, বাইরে থেকে দেখতে সাধারণ চশমা এবং স্নানগ্লাসের মতোই হুয়াওয়ের নতুন স্মার্ট গ্লাস। তবে, ডিভাইসটির বাহুর মধ্যে লুকানো রয়েছে ছোট স্পিকার।

ডিভাইসটি নিয়ে হুয়াওয়ে বলেছে, “অর্ধ খোলা, অত্যন্ত পাতলা, বেশি আওয়াজের স্পিকার সক্রিয়ভাবে শব্দ বাইরে আসা আটকে দেয় এবং ব্যবহারকারীকে উচ্চমানের স্টেরিও সাউন্ড সরবরাহ করে।”

“নতুন আপগ্রেড করা ‘স্মার্ট ইন্টারঅ্যাকশন’ ফিচার চশমাকে ব্যবহারকারীর ব্যক্তিগত সহায়ক হিসেবে রূপান্তর করবে। আরও দ্রুত তথ্য সরবরাহের পাশাপাশি বুদ্ধিদীপ্ত উপায়ে চশমার সঙ্গে ইন্টারঅ্যাকশন করা যাবে,” যোগ করেছে হুয়াওয়ে।

বিভিন্ন নকশায় স্মার্ট চশমাটি বাজারে আনবে হুয়াওয়ে। ডাক্তারের পরামর্শ মতো লেন্সও বসিয়ে নিতে পারবেন গ্রাহক।

বাহুর ভেতরের দিকে থাকা স্পিকারের মাধ্যমে গান এবং কল সরাসরি কানে স্ট্রিম করবে চশমাটি। গ্রাহক স্পষ্ট আওয়াজ শুনতে পেলেও বাইরের কেউ কোনো আওয়াজ পাবেন না।

স্পিকারের পাশাপাশি চশমার বাহুতে ‘জেসচার কন্ট্রোলও’ রেখেছে হুয়াওয়ে। বিভিন্ন ধরনের জেসচারের মাধ্যমে গান চালু/বন্ধ বা কল ধরতে ও কাটতে পারবেন গ্রাহক।

একবার পূর্ণ চার্জে ডিভাইসটিতে পাঁচ ঘন্টা গান বাজানো যাবে বলে দাবি করেছে হুয়াওয়ে।

নতুন এই স্মার্ট গ্লাসটির বাজার মূল্য ৩১০ ব্রিটিশ পাউন্ড রেখেছে হুয়াওয়ে। ৩ নভেম্বর বাজারে ডিভাইসটির বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।

 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar