ad720-90

দেখেনিন কীভাবে আপনার ওয়েবসাইটের লিংক ফেসবুক থেকে ব্লক হওয়া থেকে বাঁচাবেন ! part 1


আমরা আমাদের লিঙ্ক
ফেসবুকে শেয়ার করার
আগেই ফেসবুক ব্লক করে
দেয়। তারপর আর লিঙ্ক
শেয়া করতে পারি না এবং
ওয়েবসাইটে ভিজিটরও
পাই না। আপনি যদি এমন
সমস্যার সম্মূখিন হয়ে
থাকেন তাহলে পরবর্তিতে
যেন এমন ভূল আর না হয় বা
আপনি যদি নতুন হয়ে
থাকেন তাহলে যেন
আপনার লিঙ্ক ব্লক না হয়
এর জন্য এই পোস্টি মনযোগ
সহকারে সম্পূর্নটি দেখুন।
ত..
প্রিয় ভাই প্রথমে আমার
সালাম নেবেন । আশা করি
ভালো আছেন । কারণ
TrickBD এর সাথে থাকলে
সবাই ভালো থাকে । আর
আপনাদের দোয়ায় আমি ও
ভালো আছি । তাই আজ
নিয়ে এলাম আপনাদের
জন্য আরেক টা নতুন টিপস ।
আর কথা বাড়াবো না
কাজের কথায় আসি ।
আজকে আমি
আপনাদেরকে শিখাব,
কেন ফেসবুকে লিঙ্ক ব্লক
হয় আর কি করলে আপনার
লিঙ্ক ফেসবুক ব্লক করবে
না। আগেই বলে রাখি এটা
কোনো ট্রিকস না। আমি
আপনার মাঝে কয়েকটা
নিয়ম তূলে ধরব। আপনি যদি
এগুলো মানতে পারেন
তাহলে আমি ৯০% শিওর যে
আপনার লিঙ্ক ফেসবুকে
ব্লক হবে না এবং আপনি
নিশ্চিন্তে আপনার লিঙ্ক
শেয়ার করতে পারবেন।
ফেসবুকের কিছু নির্দিষ্ট
রোল রয়েছে লিঙ্ক
ব্লকের জন্য। তার আমরা
বেশির যে সমস্যাটার
সম্মূখিন হই তা হল স্পেম।
আপনি স্পেম এড়াতে
পারবেন না আপনাকে
এড়াতেও হবে না। কিন্তু
আপনাকে প্রথমে
ফেসবুককে বুঝাতে হবে যে
আপনি স্পেম করছেন না।
এর জন্য আপনাকে প্রথম
কয়েকদিন তাদের নিয়ম
মেনে চলতে হবে।
আবার ভাববেন না যে
আমি প্রথম কয়েকদিন
লিঙ্ক শেয়ার করব না।
তাহলে কিন্তু হবে না।
আপনাকে লিঙ্ক শেয়ার
করতে হবে। আনুমানিক
আপনি ১ মাসের মত তাদের
ধোকা দেওয়ার চেষ্টা
করবেন। তবে ১ মাস পরে
যে আপনার লিঙ্ক ব্লক
হবে না তা কিন্তু বলছি না।
হতেও পারে। তবর
সম্ভাবনা টা কম। আর আমি
আপনাকে যে নিয়মগিলো
বলব সেগুলো অনেক সহজ।
আপনি খুব সহজেই এগুলো
মানতে পারবেন। নিচ
থেকে নিয়মগুলো দেখে
নিন…
★ একই গ্রুপে একই সাইটের
একই লিঙ্ক যেন
একাধিকবার শেয়ার না
করা হয়। যদি হয় তাহলে
১০০% আপনি ফেসবুকের
নজরে চলে যাবেন।
★ গ্রুপ পোস্টের কমেন্টে
সাইটের লিঙ্ক দি্বেন না।
দিলেও যেন একই লেখার
কমেন্ট না হয়। উদাহরনঃ
আপনি এক গ্রোপ পোস্টের
কমেন্টে লেখলেন (ভিজিট
করুনঃTrickbd.com) তাহলে
এই একই কমেন্ট আবার
করবেন না। আবার যদি
করতে হয় করতেই হয় তাহলে
লেখাটা একটু বদলে
দিবেন। যেমন (ভিজিট করুন
প্লিজঃ Trickbd.com)।
★ একই আইডি থেকে একই
লিঙ্ক বারবার শেয়ার
করবেন না।
★ মেসেন্জারে লিঙ্ক কম
দিবেন।
★ ভিন্ন ভিন্ন আইডি থেকে
লিঙ্ক শেয়ার করবেন।
★ খেয়ার রাখবেন যেন একই
লিঙ্ক একই আইডি থেকে
যেন ৮ টার বেশি গ্রুপে
শেয়ার না হয়।পার্ট ২ দেখেনিন
★ লিঙ্ক শর্টেন সাইট
ব্যবহার না করাই ভাল।
আশাকরি আপনি উপরের
নিয়মগুলো মেনে চললে
আপনার লিঙ্ক ব্লক হবে
না। আর এ ব্যাপারে
আপনার বন্ধুদের জানাতে
পোস্টটি শেয়ার করুন। আর
ভূল থ্রুটি হলে ক্ষমা চেয়ে
নিচ্ছি। আজ থেকে
প্রতিদিন একটি করে
টিউটিরায়াল শেয়ার করব।
পোস্টি আপনার কোনো
উপকারে আসলে বা কেমন
হলো তা কমেন্ট করে
জানাবেন প্লিজ।
তাহলে ভাই ভালো থাকুন
সুস্থ থাকুন
TrickBD এর সাথে
থাকুন । আর এই সাইট যদি
ভালো লাগে আপনার
বন্ধুদের জানাবেন ।
ধন্যবাদ ।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar