ad720-90

মোড়ানো সম্ভব এমন পর্দার ল্যাপটপ পেটেন্ট এলজির


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, পেটেন্টে পুরোপুরি নতুন ধরনের ল্যাপটপ দেখিয়েছে এলজি। ল্যাপটপের ১৭ ইঞ্চি পর্দাটি মুড়িয়ে চোখের আড়াল করা যাবে। আবার ১৩.৩ থেকে ১৭ ইঞ্চির মধ্যে যেকোনো আকারে পর্দাটি খুলে রাখা যাবে।

পেটেন্টের ছবিতে দেখা গেছে, ল্যাপটপের কিবোর্ড এবং টাচপ্যাডও ভাঁজ করা যায়। ফলে ল্যাপটপটি যখন ব্যবহার করা হচ্ছে না, তখন ডিভাইসটি রাখতে জায়গা যথেস্টই কম লাগে।

মোড়ানো যায় এমন পর্দার ডিভাইসে নতুন খেলোয়াড় নয় এলজি। ইতোমধ্যেই এমন পর্দার টিভি উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। পর্দা মোড়ানো অবস্থায় এটি সহজে বহন করা যায়।

সিইএস ২০১৯-এ বিশ্বের প্রথম মোড়ানোযোগ্য পর্দার টেলিভিশন দেখিয়েছিলো এলজি।

টিভির পর এবার একই পর্দা প্রযুক্তি ল্যাপটপে আনার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar