ad720-90

এআর গেইম বানাতে ডিজনির সঙ্গে দলবদ্ধ গুগল


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, গ্রাহক ম্যান্ডালোরিয়ান এআর অভিজ্ঞতায় সিরিজের ম্যান্ডো চরিত্রের অভিজ্ঞতা নিতে পারবেন বাস্তব জগতের ওপর ভিত্তি করে৷

অ্যাপের চরিত্রের সঙ্গে মিথস্ক্রিয়তায় অংশ নিতে পারবেন ব্যবহারকারী৷ পাশাপাশি অ্যাপের বিভিন্ন দৃশ্য ধারণ করে তা অন্য গ্রাহকদের সঙ্গে শেয়ারও করতে পারবেন৷

গুগলের ডেভেলপার প্ল্যাটফর্ম এআরকোরের ওপর ভিত্তি করে বানানো হবে অ্যাপটি৷ অগমেন্টেড রিয়ালিটির অভিজ্ঞতা তৈরি করতে এআরকোর ডেপথ এপিআই ব্যবহার করবে এই জোট৷

ডিজনি প্লাসের জনপ্রিয় শোর প্রথম সিজনের ওপর ভিত্তি করে মডেল এবং অ্যানিমেশন বানাতে ডিজনি এবং লুকাসফিল্মের সঙ্গে কাজ করেছে গুগল৷ নতুন এআর অভিজ্ঞতা নিয়ে সিজন ২ অ্যাপে আরও দ্রুত আসবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ৷

অ্যাপটি ব্যবহার করতে ৫জি সংযোগ না লাগলেও অ্যাপটি শুধু ৫জি সমর্থিত অ্যান্ড্রয়েড ডিভাইসেই চলবে বলে জানিয়েছে গুগল৷ পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও অ্যাপটি উন্মুক্ত করা হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar