ad720-90

কার্যালয়ের ভেতরে রোবট সরবরাহ সেবার পরীক্ষায় এলজি


সোমবার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় স্টোর চেইন জিএস২৫ পরিচালিত স্টোরগুলো থেকে সিউলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এলজি সায়েন্স পার্কের মধ্যে গ্রাহকের কাছে পণ্য সরবরাহ করবে রোবটটি।

এর আগে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে রোবট অ্যাসিস্টেন্ট নামিয়েছে এলজি। সেখানে সরঞ্জাম, রক্তের নমুনা, ওষুধ এবং অন্যান্য পণ্য সংগ্রহ ও সরবরাহের কাজ করছে রোবটটি। এতে কাজের চাপ কিছুটা কমার কারণে রোগীদের দিকে নজর বাড়াতে পারছেন কর্মীরা।

প্রতিবেদনে বিজনেস ইনসাইডার জানিয়েছে, নতুন সরবরাহ রোবটটি নিজেই নয় তলা ভবনটিতে লিফটে ওঠানামা করে দুপুরের খাবার, স্যান্ডউইচ এবং পানীয় সরবরাহ করতে পারে।

সরাসরি কাকাওটক চ্যাট অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারছেন গ্রাহক। অর্ডার আসার পর স্টোরের কর্মীরা রোবটের ড্রয়ারে পণ্য রেখে গন্তব্য ঠিক করে দিচ্ছেন।

এর আগে মার্চ মাসে একটি রেস্টুরেন্টে ক্লয় সার্ভবটের পরীক্ষা চালিয়েছে এলজি। ওই সময় রেস্টুরেন্টের টেবিলে খাবার সরবরাহ করছিলো রোবটটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar