ad720-90

হ্যাকিংয়ের কবলে রাশিয়ান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ


ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, ক্রিপ্টোকারেন্সির বিনিময় হার সাম্প্রতিক হারের চেয়ে ১০ থেকে ১৫ গুণ বাড়িয়ে দিয়েছে সাইবার অপরাধীরা। গ্রাহককে প্রতিষ্ঠানের সেবা ব্যবহার বন্ধ রাখতে বলেছে লাইভকয়েন।

ইন্টারনেটে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোর মধ্যে লাইভকয়েনের অবস্থান ১৭৩। প্রতিদিন প্রায় এক কোটি ৬০ লাখ ডলারের লেনদেন হয় এই সেবার মাধ্যমে।

সাইবার হামলার খবরটি নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে লাইভকয়েন। ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর রাতের মধ্যে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেডডিনেটের প্রতিবেদন বলছে, লাইভকয়েন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে বিনিময় হার বিশাল এবং অবাস্তব সংখ্যায় বাড়িয়ে নিয়েছে হ্যাকাররা। বিনিময় হার ২৩ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে সাড়ে চার লাখ মার্কিন ডলারে নিয়েছে তারা।

এই ঘটনাকে “সুপরিকল্পিত হামলা” বলেছে লাইভকয়েন। “আমাদের ধারণা, এটির প্রস্তুতি নেওয়া হয়েছে কয়েক মাস ধরে।”

প্রতিষ্ঠানটি আরও বলেছে, “আমরা আমাদের সব সার্ভার, ব্যাকএন্ড এবং নোডের নিয়ন্ত্রণ হারিয়েছি। এ কারণে আমরা এখন আমাদের সেবা বন্ধ করতে পারছি না। আমাদের খবরের চ্যানেলও আক্রান্ত হয়েছে।”





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar