ad720-90

Shutterstock থেকে ফ্রিতে ভিডিও ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!


Shutterstock কে আমরা ছবির ভান্ডার হিসেবেই বেশি চিনি । কিন্তু কোয়ালিটিফুল ছবির পাশাপাশি সাটারস্টকে রয়েছে অনেক অনেক কোয়ালিটিফুল প্রিমিয়াম ভিডিও । যেগুলো মায়াজাল, পিনিকপাইয়ের মতো ভিডিও ফুটেজ ভিত্তিক ইউটিউব চ্যানেল জন্য একপ্রকার রত্নই ।

কিন্তু ঐসব কোয়ালিটিফুল ভিডিও ফ্রিতে ডাউনলোড করতে গেলেই গেলে Shutterstock ডিপজলের মতোই সিল মেরে দেয় 😹

 

Image may contain: 1 person, meme, text that says "When I Use Premium Tools For Editing Watermark: SIS Ahrafkiquelne সিল মাইরা দিমু"

তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা Shutterstock থেকে এইসব কোয়ালিটিফুল ভিডিও একদম ফ্রিতে এবং ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করবেন ।

তো চলুন শুরু করি…

(কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচ থেকে ভিডিও দেখে নিতে পারেন)

তো প্রথমেই আপনাদেরকে MODDROID থেকে PowerDirector ডাউনলোড করে নিতে হবে [ডাউনলোড করতে এখানে ক্লিক করুন]

আমি পাওয়ারডিরেক্টরের 8.0.1 ভার্সন ডাউনলোড করে নিলাম

তো ডাউনলোড করা শেষ ? এবার চলুন Shutterstock থেকে ভিডিও ডাউনলোড করি পাওয়ারডিরেক্টর দিয়ে ।

পাওয়ারডিরেক্টর এপে প্রবেশ করার পর New Project নামে একটা অপশন পাবেন । ঐটায় ক্লিক করে একটা নতুন প্রোজেক্ট তৈরি করে নিবেন ।

তারপর ঐখানে আপনারা Stock Video নামে একটা অপশন পাবেন ঐটায় ক্লিক করুন

Stock Video তে ক্লিক করার পরই Shutterstock এর সবগুলো ভিডিও চলে আসবে । তো এখান থেকে আপনারা যে ধরনের ভিডিও ডাউনলোড করতে চান সেটা লিখে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন । ভিডিওর উপর একটা ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে ।

তো ডাউনলোড করা তো শেষ কিন্তু এই ভিডিওগুলো আমরা এখন কোথায় পাবো?

( আমার স্ক্রিনশটের মতো কাজ করুন / ভিডিও দেখতে পারেন যদি জটিল লাগে )

My Files এ ক্লিক করুন

তারপর Internal Storage এ জান

তারপর power লিখে সার্চ দিলেই PowerDirector এর ফোল্ডার চলে আসবে, তারপর ঐ ফোল্ডারে প্রবেশ করুন

তারপর ঐখানে Shutterstock নামে একটা ফোল্ডার পাবেন ঐটায় প্রবেশ করুন

তারপর Video ফোল্ডারে প্রবেশ করুন

তো এখানে দেখতে পারবেন আপনার ডাউনলোড করা সকল ভিডিও

তবে এখানে একটা সমস্যা হলো এই ভিডিওগুলো আপনার Gallery তে যাবেনা,

কিন্তু আপনি চাইলেই খুব সহজে এখান থেকে ভিডিওগুলো কপি করে আপনার Gallery তে নিয়ে যেতে পারেন । কিভাবে নিবেন?
স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন

আপনার ভিডিওর উপর ক্লিক করে ধরে রাখুন এবং তারপর কপি করে নিন

তারপর আপনারা Internal Storage এ ব্যাক আসবেন এবং DCIM ফোল্ডারটা ওপেন করুন

তারপর Camera ফোল্ডারে প্রবেশ করুন

এবং ঐখানে Copy Here বাটনে ক্লিক করে কপি করে নিন (সেমভাবে মুভও করতে পারবেন, আমি কপি করে দেখালাম )

Bingo! দেখতে পারছেন আমাদের Gallery তে হ্যাকারের ভিডিওটা চলে এসেছে । সেমভাবে আপনি অনেকগুলো ভিডিও আনতে পারবেন একসাথে এবং এগুলো যেকোন কাজে ব্যাবহার করতে পারবেন ।

 

আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখতে পারেনঃ

 

তাহলে আজকের মতো বিদায় ফিতিবি 🐸

Image may contain: text that says "বিদায় ফিতিবি"

 

★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ

★★আজীবনের জন্য নেটফ্লিক্স প্রিমিয়ামের বিকল্প এপ একদম ফ্রীতে নিয়ে নিন | Android iOS এবং Windows সব প্লাটফর্মের জন্য

★★ ফেসবুক পেজের About অপশনে ছবি দিন । Add image in Facebook Page About Section

★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! 😱

★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!

★★ Shutterstock থেকে ফ্রিতে ছবি ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই!

 

FIND ME ON FACEBOOK
JOIN OUR FACEBOOK GROUP

 

 

The post Shutterstock থেকে ফ্রিতে ভিডিও ডাউনলোড করুন । কোন প্রকার Watermark ছাড়াই! appeared first on Trickbd.com.



সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar