ad720-90

বৈদ্যুতিক গাড়ির চুক্তিতে প্রস্তুত অ্যাপল, হিউন্দাই!


রোববার এক প্রতিবেদনে দক্ষিণ কোরীয় স্থানীয় পত্রিকা কোরিয়া আইটি নিউজ জানিয়েছে, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি বানানোর লক্ষ্যে চলতি বছরের মার্চ মাসের মধ্যে চুক্তি করার পরিকল্পনা করছে অ্যাপল এবং হিউন্দাই মোটর৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৪ সাল নাগাদ উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে এই জোটের৷

এর আগে শুক্রবার এক বিবৃতিতে হিউন্দাই জানিয়েছিলো, অ্যাপলের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে প্রতিষ্ঠানের৷ স্থানীয় আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৭ সালে স্বচালিত বৈদ্যুতিক গাড়ি উন্মোচনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠান দু’টি৷ এই খবর প্রকাশের পর হিউন্দাইয়ের শেয়ার মূল্য বেড়েছে প্রায় ২০ শতাংশ৷

রোববারের প্রতিবেদন নিয়ে নতুন কোনো মন্তব্য করতে রাজি হয়নি হিউন্দাই৷ শুক্রবারের কথারই পুনরাবৃত্তি করে প্রতিষ্ঠানটি বলেছে, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি বানাতে সম্ভাব্য অংশীদারিত্বের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অনুরোধ আসছে৷

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপলও৷

নতুন প্রতিবেদনে উৎপাদনের স্থান, উৎপাদন ক্ষমতা এবং চুক্তি স্বাক্ষরের সময় এবং পাইলট যান উন্মোচন বিষয়ের তথ্য সরিয়ে ফেলেছে আইটি নিউজ৷

আগের প্রতিবেদনে উল্লেখ ছিলো, জর্জিয়ায় কিয়া মোটর্সের কারখানায় বা যুক্তরাষ্ট্রে যৌথ বিনিয়োগের মাধ্যমে নতুন একটি কারখানায় ২০২৪ সাল নাগাদ এক লাখ গাড়ি বানানোর পরিকল্পনা করছে হিউন্দাই এবং অ্যাপল৷ প্রস্তাবিত এই কারখানার বার্ষিক পুরো উৎপাদন ক্ষমতা হতে পারে চার লাখ৷

কিয়া মোটর্স আদতে হিউন্দাই মোটরেরই মালিকানাধীন প্রতিষ্ঠান৷

আইটি নিউজের প্রতিবেদনে আরও দাবি, আগামী বছরই অ্যাপল কারের “বেটা সংস্করণ” উন্মোচনের পরিকল্পনা করছে হিউন্দাই এবং অ্যাপল৷

গত মাসেই এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে সামনে এগোচ্ছে অ্যাপল৷ ২০২৪ সালে যত দ্রুত সম্ভব নিজস্ব যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তির একটি যাত্রীবাহী যান বানানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির৷





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar