ad720-90

নতুন ম্যাকবুক প্রো-তে বাদ টাচ বার, ফিরবে ম্যাগসেইফ?


প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ২০১৬ সালে বর্তমান নকশার ম্যাকবুক প্রো উন্মোচনের পর এবারই প্রথম নকশায় বড় পরিবর্তন আনা হবে বলে দাবি করেছেন কুয়ো।

কুয়ো আরও বলেছেন, নতুন ম্যাকবুক প্রো-তে বিতর্কিত কিছু পরিবর্তনের ইতি টেনে পুরানো ফিচার ফিরিয়ে আনতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। নতুন নকশায় কিবোর্ডের ওপরে ওলেড টাচবার বাদ দিয়ে আগের মতো কি ফিরিয়ে আনতে পারে অ্যাপল।

নতুন নকশায় আরও পোর্ট যোগ করতে পারে প্রতিষ্ঠানটি, ফলে ডংগলের ব্যবহার কমবে। আর ফিরতে পারে প্রতিষ্ঠানের ম্যাগসেইফ ম্যাগনেটিক কানেক্টরও।

বলা হচ্ছে, নতুন ম্যাকবুক প্রো’র পাশগুলো আইপ্যাড প্রো এবং আইফোন ১২-এর মতো সমতল হবে। বর্তমান নকশাতেও পাশগুলো সমতল। তবে, এবার নতুন নকশায় ওপর এবং নিচের তল আরও সমান করা হতে পারে।

আগের মতোই ১৪ এবং ১৬ ইঞ্চি মডেলে আসবে নতুন ম্যাকবুক প্রো। তবে, এবার দুই মডেলই আসবে অ্যাপলের নিজস্ব প্রসেসর দিয়, থাকবে না কোনো ইনটেল প্রসেসর অপশন।





সর্বপ্রথম প্রকাশিত

microsoft project 2019 lizenz kaufen

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar