ad720-90

২০২১ সালে যেসব নতুন ফিচার আশা করা যায়


২০২১ সালে যেসব নতুন ফিচার আশা করা যায় ফোনকম্পানি থেকে ৷

আশাবাদি ফিচারঃ

  • ৫জি সাপোর্টঃ ব্যাপক হারে উন্নত দেশগুলোতে ৫জি প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত কম দামি ও প্রায় সব ফোনেই ৫জি সাপোর্ট দেখা যাবে ২০২১ সালে।
  • আন্ডার-ডিসপ্লে ক্যামেরাঃ ডিসপ্লের নিচে ক্যামেরা থাকার ব্যাপারটা এখনো নতুন। ২০২১ সালে এই ক্ষেত্রে প্রচুর উন্নতি দেখা যাবে স্মার্টফোনগুলোতে।
  • রিফ্রেশ রেট ম্যাডনেসঃ গতবছর আমরা ১৪৪হার্জ রিফ্রেশ রেটের স্মার্টফোন ডিসপ্লে পর্যন্ত দেখেছি। এই বছর নিঃসন্দেহ বাড়বে এই ফিচারটির প্রকোপ।
  • কমদাবি ফোল্ডেবল ফোনঃ ফোল্ডেবল ফোনের বেশ কয়েকটি জেনারেশন পার করে ফেলেছি আমরা। ২০২১ সালে এবার অবশেষে জনসাধারণের ব্যবহারের জন্য কমদামেও বাজারে আসতে পারে ফোল্ডেবল ফোনগুলো।
  • ৮কে রেকর্ডিংঃ ৮কে রেজ্যুলিউশনে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এমন চিপ বাজারে এসে গতবছরেই। ২০২১ সালে এই প্রযুক্তি মোটামুটি কমবেশি সব ফোনেই চলে আসবে।
  • অগমেন্টেড রিয়েলিটি সাপোর্টঃ স্মার্টফোনে অগমেন্টেড রিয়েলিটির ব্যবহার ভবিষ্যতের হাতছানি দিচ্ছে। এই সম্ভাবনাময় সেক্টর আরো আগাবে ২০২১ সালে।

সুত্রঃ ছবি সংগ্রহ গুগল থেকে  ৷

ধন্যবাদ ৷





সর্বপ্রথম প্রকাশিত

office 2016 lizenz kaufen

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar