ad720-90

হোয়াটসঅ্যাপ ‘চ্যাট হিস্ট্রি’ নেওয়া যাবে টেলিগ্রামে


এতে করে ব্যবহারকারীদেরকে আর হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ঘাঁটতে হবে না কথা বলার সময়। খবরটি সম্পর্কে প্রথমে জানিয়েছে ডব্লিউএবেটাইনফো।

শুরুতে সুবিধাটি পেয়েছেন আইওএস ব্যবহারকারীরা। পরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি নিয়ে এসেছে টেলিগ্রাম।

সুবিধাটি আনতে টেলিগ্রাম একটি টুল যোগ করেছে নিজেদের সেবায়। ওই টুলের সাহায্যে প্রতিদ্বন্দ্বী মেসেজিং সেবার চ্যাট হিস্ট্রি সহজেই টেলিগ্রামে নিয়ে যেতে পারবেন ব্যবহারকারীরা।

শুধু হোয়াটসঅ্যাপ নয়, ‘লাইন’ এবং ‘কাকাওটক’ এর মতো  মেসেজিং অ্যাপের চ্যাট হিস্ট্রিও এভাবে নেওয়া সম্ভব হবে টেলিগ্রামে।

আইওএস প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট হিস্ট্রি টেলিগ্রামে নিতে প্রথমে কোনো একটি ‘কনভারসেশন’ এক্সপোর্ট করে নিতে হবে। তারপর ব্যবহারকারীদেরকে আইওএস শেয়ার শিট থেকে টেলিগ্রামকে বেছে নিতে হবে এবং দেখিয়ে দিতে হবে কোথায় মেসেজ ইমপোর্ট করতে চাচ্ছেন তারা।

এ ধরনের ইমপোর্টের মধ্যে ‘মিডিয়া’ কনটেন্টও থাকবে, তবে সেজন্য অবশ্য কনটেন্টটিকে সেভ করে নিতে হবে। টেলিগ্রাম প্ল্যাটফর্মে এরকম ভাবে নিয়ে যাওয়া প্রতিটি মেসেজে ‘ইমপোর্টেড’ লেবেল  থাকবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar