ad720-90

দেখে নিন সেরা কিছু ডি এস এল আর ক্যামেরা তথ্য, কোনটা আপনার জন্য জন্য বেছে নিন।


আজকে আপনাদের জন্য আরেকটি টিপস নিয়ে হাজির হলাম।

বর্তমান ডিজিটাল যুগে সবাই ডি এস এল আর ক্যামেরার দিকে আকৃস্ট।

আমরা অনেকে ডিএস এল আর ক্যামেরা কিনতে চাই।
কিন্তু অনেকে ক্যামেরা সম্পর্কে ধারনা না থাকার কারনে কোনটা কিনবে এ নিয়ে নান সংশয়।

আজকে আপনাদের এমন পাচটি ক্যামেরা সম্পর্কে ধারনা দিব।
যে ক্যামেরা গুলো মার্কেটে অনেক জনপ্রিয়।
এবং অনেক বেশি ব্যাবহার ও বিক্রি হয়েছে।
এ পাচটি ক্যামেরার মধ্য আপনার একটা ভাল লাগবে।

কথা না বাড়িয়ে কাজের দিকে যাই।

১] Nikon D850

যারা প্রফেশনাল মানের ফোরকে ভিডিও করতে চান তাদের জন্য এই ক্যামেরা টা পারফেক্ট।
অনেক ভাল মানের ক্যামেরা এটি।
এই ক্যামেরা টিতে আছে, ৪৫.৭ মেগাপেক্সেল ফুল ফ্রেম সেন্সর। আলোতে ভাল ডায়নামিক রেঞ্জ পাওয়া যায়। ৭ এপিএস সুটিং ১২০ এফ পি এম, ১৫৩ ফোকাশ পয়েন্ট এ ফোরকে ভিডিও করতে পারবেন।এবং লেন্স লাগিয়ে সুন্দর ফটো সুট করতে পারবেন।ভিডিও করার জন্য বেস্ট হবে এই ক্যামেরা টা, ফটো তোলার জন্য ও বেস্ট।

২]Canon Eos 200D

এটি একটি এন্ট্রি লেভেলের ক্যমেরা।যারা ফটো গ্রাফ এর জন্য একদম নতুন তাদের জন্য এই ক্যামেরা অনেক ভাল হবে। ২৪.২ মেগাপিক্সেল এর সিমস সেন্সর , EF -EF-S এর লেন্স এই ক্যামেরায় ব্যাবহার করতে পারবেন।
এটি ডিজিক ৭ প্রসেসর।অটো ফোকাস,যারা ইউটিউব এর ভিডিও বানাতে চান, তাদের জন্য এই ক্যামেরাটি বেস্ট হবে।

ফটো গ্রাফি ও অনেক ভাল কোয়ালিটি হয়।

৩] Canon Eos 80ড

এই ক্যামেরা টি প্রাকৃতিক ধুলা বালি রোদ্র থেকে রক্ষা করবে। এই ক্যামেরা টির বডি খুব ভাল মানের।
৬০ এফ পি এস ভিডিও করা যাবে।৪৫ টি ডুয়েল পিক্সেলস,অটো ফোকাস, এটি সেরা মানের ছবি তোলা যাবে খুব সহজে।
সর্টফ্লিম ও মুভি তৈরীর জন্য এটি এই ক্যামেরা ব্যাবহার করতে পারেন।
২৪.২ মেগাপিক্সেল সেমস সেন্সর, এবং এই ক্যামেরায় সব ধরনের লেন্স ব্যাবহার করতে পারবেন।ডিজিক ৭ প্রসেসর।
যারা ইইউটিউবিং ও ভাল মানের ফটো তুলতে চান তারা এই ক্যামেরা টি নিতে পারেন।

৪] Canon Eos 1300D

এটি একটি ডি এন্ট্রি লেভেলের ক্যামেরা ।

১৮ মেগাপেক্সেল, প্রসেসর ৪ ডিজিক।
লেন্স মাউন্ট EF-EF-S, টি এফ টি ডিসপ্লে পাবেন।
৩ ইঞ্চির পর্দা পাবেন টাচ করতে পারবেন।

এই ক্যামেরায় ফটো গ্রাফ ভাল ই করা যাবে প্রথম পর্যায়ে।
লাইটিং ভাল থাকলে অনেক ভাল মানের ছবি তুলতে পারবেন এই ক্যামেরা দিয়ে।
অভিজ্ঞ থাকলে আপনি প্রফেশনাল ভাবে ফটো তুলতে পারেন এই ক্যামেরা দিয়ে।
এটা ভাল ই হবে। এটা ও নিতে পারেন।

৫] Canon Rebel SL3

অল্প বাজেটে সেরা একটি ক্যামেরা এটি।
এই ক্যামেরায় আছে দামি ক্যামেরার গুন।

ওজনে বেশ কম ও মজবুত,
অটো ফোকাস,ফোরকে ভিডিও রেকর্ড এর সুবিধা।
২৪.১ মেগাপেক্সেল এপিএসসি সেন্সর।
৯ পয়েন্ট অটো ফোকাস।
ওয়াইফাই -ব্লুটুথ আছে যার মাধ্যামে সহজে ফাইল শেয়ার ও ট্রান্সফার করতে পারবেন।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

যে কোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar