ad720-90

ভারতে টিভি স্ট্রিমিং ডিভাইস বানাবে অ্যামাজন


মঙ্গলবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ফক্সকনের মালিকানাধীন ক্লাউড নেটওয়ার্ক টেকনোলজি তৈরি করবে স্ট্রিমিং ডিভাইস ‘ফায়ার টিভি স্টিক’।

অ্যামাজন বলছে, ভারতীয় গ্রাহক চাহিদা মেটাতে প্রতি বছর হাজার হাজার ফায়ার টিভি স্টিক তৈরি করবে তারা।

এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, “দেশীয় চাহিদার ভিত্তিতে অ্যামাজন ক্রমাগত বাড়তি বাজার/শহরে যাওয়ার সক্ষমতা বাড়াতে থাকবে।”

রয়টার্স উল্লেখ করেছে, ভারতে ২০১৬ সালে রিলায়েন্স টেলিকমের ‘জিয়ো’ যাত্রা শুরু করার পর ডেটা ট্যারিফ কমে এসেছে। বিষয়টি ইতিবাচক প্রভাব ফেলেছে অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্সের মতো অডিও ও ভিডিও স্ট্রিমিং সেবার বৃদ্ধিতেও। একই ভাবে ফায়ার স্টিকের মতো স্ট্রিমিং ডিভাইসের বাজার তৈরি হয়েছে ভারতে।

শুধু স্ট্রিমিং ডিভাইস নয়। ভারতে বর্তমানে আইফোন সংযোজন শুরু করেছে তাইওয়ানিজ ফক্সকন ও উইস্ট্রন। সবমিলিয়ে ভারত হয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar