ad720-90

ওয়্যার ওএস চালিত দুটি গ্যালাক্সি ওয়াচ আনতে পারে স্যামসাং


স্মার্টওয়াচের বেলায় নিজেদের পরিধেয় অপারেটিং সিস্টেম বাদ দিয়ে গুগলের অপারেটিং সিস্টেমেই যেন আসতে চাইছে স্যামসাং – তাদের সাম্প্রতিক পদক্ষেপ অনেকটা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।   

গুগলের ওয়্যার ওএস আগে অ্যান্ড্রয়েড ওয়্যার হিসেবে পরিচিত ছিল, এটি বর্তমানে ফসিল, হুয়াওয়ে এবং টিকওয়াচের মতো ছোট স্মার্টওয়াচ নির্মাতাদের মধ্যে জনপ্রিয়।

ডাচ সাইট গ্যালাক্সিক্লাব –এর তথ্য অনুসারে, নতুন দুই গ্যালাক্সি ওয়াচ ডিভাইসের মডেল নাম্বার হবে এসএম-আর৮৬এক্স এবং এসএম-আর৮৭এক্স। বিভিন্ন আকারে পাওয়া যাবে স্মার্টওয়াচগুলো। ব্লুটুথ এবং সেলুলার সংস্করণও থাকবে ওয়াচ দুটির।

স্যামসাংয়ের আসন্ন স্মার্টওয়াচ নতুন গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে উন্মোচিত হতে পারে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বিজনেস ইনসাইডার। নতুন ওই স্মার্টওয়াচ কোনো আড়িপাতা প্রযুক্তি ছাড়াই রক্তে চিনি বা (গ্লুকোজ) এর মাত্রা পরিমাপ করতে পারবে।

সম্প্রতি স্যামসাং নিজেদের সর্বশেষ স্মার্টওয়াচটি আপডেট করেছে। এখন ওই মডেলটি রক্তে অক্সিজেনের মাত্রা, ইসিজি এবং রক্তচাপ পরিমাপে সক্ষম।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar