ad720-90

নেটফ্লিক্সে নতুন ফিচার ‘ডাউনলোডস ফর ইউ’


সম্প্রতি এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নেটফ্লিক্স। অ্যাপের ‘ডাউনলোডস ট্যাব’ অংশে মিলবে ফিচারটি। সেখান থেকে ব্যবহারকারী এক গিগাবাইট, তিন গিগাবাইট অথবা পাঁচ গিগাবাইট স্টোরেজ ঠিক করে রাখতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ বলছে, যতো বেশি স্টোরেজ ঠিক করে রাখা হবে, রেকমেন্ডেড অনুষ্ঠান ডাউনলোডের পরিমাণও ততো বাড়বে।

নেটফ্লিক্স নিজেদের পুরো ক্যাটালগ ধরেই ডাউনলোডের সুযোগ দেবে। কিন্তু কিছু সংখ্যক অনুষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে না। অনুমোদন সীমাবদ্ধতার কারণেই এমনটা হবে।

নেটফ্লিক্স ক্রমাগত নিজেদের অফলাইন ওয়াচিং অপশন উন্নত করে চলেছে। ২০১৮ সালে অ্যান্ড্রয়েডে স্মার্ট ডাউনলোডস অপশনটি নিয়ে আসে প্রতিষ্ঠানটি। ওই ফিচারে অনুষ্ঠানের ডাউনলোড করে রাখা কোনো পর্ব একবার দেখা হয়ে গেলে, স্বয়ংক্রিয়ভাবেই তা মুছে যায়।

আপাতত শুধু অ্যান্ড্রয়েডেই মিলছে ‘ডাউনলোডস ফর ইউ’ অপশনটি। শীঘ্রই আইওএস সংস্করণের জন্যও পরীক্ষা শুরু হবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar