ad720-90

আন্ডার-ডিসপ্লে ‘ফেইশল রিকগনিশন’ দেখালো জেডটিই


প্রযুক্তি বিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, বড় পরিসরে উৎপাদিত স্মার্টফোনে আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা ব্যবহারকারী প্রথম প্রতিষ্ঠানও জেডটিই। প্রতিষ্ঠানটি সম্ভবত এমন প্রযুক্তি বানিয়েছে, যা পর্দার ভেতর দিয়েই ফেইশল রিকগনিশনের জন্য যথেষ্ট ডেটা পাঠাতে সক্ষম।

পর্দার কারণে হারানো আলোর ক্ষতি পুষিয়ে নিতে এই ব্যবস্থায় প্রজেক্টরের পিক্সেল ঘনত্ব বাড়িয়ে দিয়েছে জেডটিই। মানুষের মুখের ৩ডি ম্যাপ তৈরি করে দিতে পারে এই প্রজেক্টরটি।

ক্যামেরার ওই অংশ যাতে পর্দার বাকি অংশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে কারণে ওই অংশের পিক্সেল ঘনত্ব ২০০ পিপিআই থেকে বাড়িয়ে ৪০০ পিপিআইতে নিয়েছে জেডটিই। পাশাপাশি প্যানেলের রিফ্রেশ রেট করা হয়েছে ১২০ হার্টজ।

এই প্রযুক্তির জন্য চীনের শেনজেনভিত্তিক গুয়ানগিয়ান টেকনোলজির সঙ্গে জোট বেঁধেছে জেডটিই।

জেডটিই দাবি করেছে, মোবাইল লেনদেন যাচাইয়ের জন্য যথেষ্ট নিরাপদ এই প্রযুক্তি। ৩ডি মডেলিং, অগমেন্টেড রিয়ালিটি সেলফি এবং অন্যান্য ফিচারও সমর্থন করবে প্রযুক্তিটি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar