ad720-90

এপ্রিলেই আসছে সনির নতুন এক্সপেরিয়া ডিভাইস


আপডেটেড ইউটিউব ব্যানার জানাচ্ছে, এপ্রিলের ১৪ তারিখ নতুন এক্সপেরিয়া ডিভাইস আসবে। জাপানের স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে নতুন পণ্যের ব্যাপারে জানাবে সনি। ধারণা করা হচ্ছে, ইউটিউবে শুধু ব্যানার আপডেট করাতেই সীমাবদ্ধ থাকবে না জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানটি, গোটা আয়োজনটি স্ট্রিম করবে তারা।

ঠিক কী ধরনের পণ্য আসছে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি সনি। তবে, ‘এক্সপেরিয়া ১ III’ নামের এক ফোনের ব্যাপারে শোনা যাচ্ছে আগে থেকেই। ‍গুজব বলছে, ডিভাইসটিতে ৬.৫ ইঞ্চি ৪কে ওএলইডি পর্দা চোখে পড়বে যা ১২০ হার্টজ হারে রিফ্রেশ এবং ২১:৯ অনুপাতে ভিডিও দেখাতে পারবে।

এ ছাড়াও ডিভাইসে দেখা মিলবে সনি সাইবারশট বিভাগের তৈরি পেরিস্কোপ লেন্সের। প্রসেসর হিসেবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮। আরও থাকতে পারে ১৬ গিগাবাইট র‌্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ। ব্যাটারি হতে পারে পাঁচ হাজার মিলিঅ্যাম্প আওয়ার সক্ষমতার। এসডি স্লট এবং হেডফোন জ্যাক থাকবে বলেও খবর রটেছে।

গুজব সত্যি হলে ডিভাইসটির দাম ধরা হতে পারে এক হাজার তিনশ’ ৭০ ডলার। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, এটি চমকে যাওয়ার মতো কোনো দাম নয়, কারণ ‘এক্সপেরিয়া ১ II’ এর দাম এক হাজার দুইশ’ ডলার ধরেছিল সনি।

আদৌ সনির কোন পণ্যের দেখা মিলবে তা জানা যাবে এপ্রিলের ১৪ তারিখেই। আপাতত ধৈর্য ধরা ছাড়া উপায় নেই প্রযুক্তিপ্রেমীদের।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar