ad720-90

শুধু ‘/’ চাপলেই সার্চ বক্সে ফিরতে দেবে গুগল 


৯টু৫গুগলের এক প্রতিবেদন বলছে, ব্যবহারকারীদেরকে সার্চ ফলাফল পেইজের নিচের বাম দিকের কোণায় এক বক্সে নতুন শর্টকাটের ব্যাপারে জানাচ্ছে গুগল। সার্চ ফলাফল পেইজে যে কোনো কি চাপলেই দেখানো হচ্ছে বক্সটিকে।

এ শর্টকাট ব্যবহার করলে ব্যবহারকারী সোজা সার্চ ফিল্ডে চলে যাবেন, এবং সেখানে মূল অনুসন্ধানের পাশে টেক্সট কার্সর ভেসে উঠবে। যে জিনিসটি ব্যবহারকারী খুঁজেছেন তার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে এমন অনেক বিস্তর পরিসরের পরামর্শও দেখাবে গুগল।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনো ব্যবহারকারী স্যামসাং গ্যালাক্সি আল্ট্রা সম্পর্কিত সার্চ ফলাফল খুঁজছেন, পাশাপাশি নতুন কোনো ব্যাপারও জানতে চাইছেন। সেক্ষেত্রে “/” চেপে ফের সার্চ বক্সে গিয়ে নতুন অনুসন্ধানের ব্যাপারে লিখে নতুন নতুন তথ্য জেনে নিতে পারবেন।    

৯টু৫গুগলের প্রতিবেদন বলছে, গুগল সার্চের ‘ট্যাব অ্যাকসেসিবিলটি শর্টকাট’ হিসেবে থাকবে ফিচারটি। উল্লেখ্য, ফলাফল পেইজে ট্যাব বাটন চাপলে সব লিংক সামনে চলে আসে, এতে করে মাউস, কিবোর্ড বা ট্র্যাকপ্যাডের উপর নির্ভর করেই ওয়েবপেইজ খোলা সম্ভব হয়।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar