ad720-90

‘স্পট’ ব্যবহার করবে না নিউ ইয়র্কের পুলিশ


রোবটটি কিনে আনেনি এনওয়াইপিডি, নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিভিত্তিক ভাড়া নিয়েছিল। অগাস্টে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও রোবটটি ব্যবহারের পরিকল্পনা করেছিল তারা।

সমালোচনার মুখে ওই চুক্তিটিই বাতিল করেছে এনওয়াইপিডি। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, রোবট ভাড়ায় ৯৪ হাজার ডলার খরচ করেছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। অথচ বস্টন ডায়নামিক্স রোবটটির বিক্রি করে থাকে ৭৫ হাজার ডলারে।

এনওয়াইপিডি’র ইন্টিলিজেন্স ও কাউন্টারটেরোরিজমের ডেপুটি কমিশনার জন মিলার জানিয়েছেন, স্পটের ব্যাপারে বিভাগের মত পরিবর্তনের মূল কারণ মানুষ “এটিকে বর্ণ ও নজরদারির অযথা তর্কের” কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

সমালোচকরা গোপনতা শঙ্কা প্রকাশ করেছিলেন পুলিশের এ রোবট ব্যবহার নিয়ে। উল্লেখ্য, অক্টোবর থেকে কয়েকটি অপরাধের স্থানে ও বন্দী পরিস্থিতিতে রোবটটিকে ছেড়েছিল পুলিশ।

নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও’র মুখপাত্র বিল নেইডহার্ডট জানিয়েছেন, তিনি “খুশি যে ডিজিডগ বাতিল করা হয়েছে”। তিনি আরও বলেন, মেশিনটি “উদ্ভট, বন্ধুভাবাপন্ন নয় এবং নিউ ইয়র্কারদের কাছে ভুল বার্তা দিচ্ছিল”।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar