ad720-90

‘টিপ জার’ পরীক্ষা করে দেখছে টুইটার


আপাতত ভেরিফাইড অ্যাকাউন্টধারীদের ছোট একটি দলের মধ্যেই সীমিত রয়েছে টিপ জার পরীক্ষাটি। এ দলে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, সাংবাদিক, বিশেষজ্ঞ এবং অলাভজনক সংস্থা।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি বাইরের বিভিন্ন লেনদেন প্রক্রিয়াকরণ সেবার সাহায্য নিচ্ছে লেনদেনের জন্য। এরকম সেবার মধ্যে রয়েছে প্যাট্রিয়ন, পেইপাল, ভেনোমো, ক্যাশ অ্যাপ, ব্যান্ড ক্যাম্প এর মতো প্রতিষ্ঠান। টুইটার সাপোর্ট শুক্রবার এক টুইট বার্তায় জানিয়েছে, “এখন আপনি টুইটারে আলোচনা যোগ করে এরকম অসাধারণ আওয়াজকে সমর্থন দেওয়ার জন্য আরও কিছু করতে পারবেন।”

“আপনি চাইলেই কাউকে ভিন্ন ভিন্ন লেনদেন সেবায় টিপ পাঠাতে পারবেন শুধু তাদের প্রোফাইলে থাকা নতুন টিপ জার আইকনে ট্যাপ করেই, পরীক্ষা করা হচ্ছে অ্যান্ড্রয়েড ও আইওএসে।” টিপ জার ব্যবহার করতে কারো প্রোফাইলের ইউজারনেমের পাশে থাকা ডলার বিল আইকনে ট্যাপ করলেই চলবে।

টুইটার জানিয়েছে, টিপ জার ফিচার ব্যবহার করে অর্থ পাঠানো যাবে তাদের অডিও চ্যাটিং অ্যাপ স্পেসেসেও।   





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar