ad720-90

মি প্যাড ৫ ট্যাব আনতে পারে শাওমি


শাওমি’র ওই ট্যাবলেটের একটিতে দেখা মিলবে ডুয়াল চার হাজার দুইশ’ ৬০ মিলিঅ্যাম্প আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ৩সি সনদ। ফলে ডিভাইসটির ব্যাটারি সক্ষমতা আদতে গিয়ে দাঁড়াচ্ছে আট হাজার দুইশ’ মিলিঅ্যাম্প আওয়ারে।

সূত্রের বরাত দিয়ে জিএসএম অ্যারিনার প্রতিবেদন বলছে, দুটি ট্যাবলেট আসতে পারে, এর একটি হবে সাধারণ মি প্যাড ৫ এবং অন্যটি শক্তিশালী মি প্যাড ৫ প্রো।

প্রো সংস্করণে দেখা মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি পর্দার এবং টাচ স্যাম্পলিং রেট থাকবে ২৪০ হার্টজ। আরও দেখা যাবে, ইন-সেল সক্রিয় পেন প্রযুক্তির এবং ডব্লিউকিউএক্সজিএ অনুপাতের ২৫৬০ x ১৬০০ রেজুলিউশন। অনেকটাই মি ১১ স্মার্টফানের মতো সেটআপে তিনটি ক্যামেরা থাকবে বলেও উঠে এসেছে রেন্ডারে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar