ad720-90

একচেটিয়া আচরণ: ইতালিতে জরিমানায় গুগল


“অ্যান্ড্রয়েড এবং অ্যাপ স্টোর গুগল প্লে’র মাধ্যমে গুগলের একটি আধিপত্য বিস্তারী অবস্থান রয়েছে যা তাকে সর্বশেষ ব্যবহারকারীর কাছে অ্যাপ ডেভেলপারদের পৌঁছানো নিয়ন্ত্রণ করতে দেয়।” – এক বিবৃতিতে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিবৃতিতে আরও উঠে এসেছে, প্রায় তিন-চতুর্থাংশ ইতালিয়ান স্মার্টফোনই অ্যান্ড্রয়েড চালিত– যেটি অবাক করার সতো কোনো তথ্য নয়।

নিয়ন্ত্রক সংস্থা জানায়, এনএলএক্সের বিদ্যুতচালিত গাড়ি সেবা অ্যাপ ‘জুসপাস’কে অ্যান্ড্রয়েড অটোতে চলতে দেয়নি গুগল। জুসপাস সেবাটি গাড়ি চালানোর সময় অ্যাপ ব্যবহার করার সুবিধা দিয়ে থাকে ব্যবহারকারীদের। তাদের দাবি, এর মাধ্যমে গুগল ম্যাপসের ব্যবহার কমে যাবে মনে করে অন্যায্যভাবে অ্যাপটিকে অনুমোদন দেয়নি তারা।

প্রায় দুই বছর ধরে অ্যাপটিকে অ্যান্ড্রয়েড অটোতে আসতে দিচ্ছে না গুগল। তদারকদের মতে, এতে এনএলএক্সের ব্যবহারকারী বেজ তৈরির সক্ষমতা কমে যেতে পারে।

জরিমানার পাশাপাশি গুগলকে অ্যান্ড্রয়েড অটোতে ‘জুসপাস’ নিয়ে আসার শর্ত দিয়েছে নিয়ন্ত্রকরা। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে গুগলের কোনো মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar