ad720-90

দুটি স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা অপো’র


রেনো৫ ডিভাইসটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার কোয়াড ক্যামেরা, ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি ৫০ ওয়াটের ফ্ল্যাশ চার্জোরের সহায়তায় ৩১ মিনিটে ৮০ শতাংশ চার্জ নেবে। স্ন্যাপড্রাগন ৭২০ চিপসেটের ডিভাইসটিতে রয়েছে ৮জিবি র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট।

অন্যদিকে, ৬৪ জিবি স্টোরেজ ও ৬.৫২ ইঞ্চি পর্দার এ১৫এস ডিভাইসটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

দেশব্যাপী অপো’র সকল আউটলেটসহ দারাজ ও পিকাবু’র মতো ই-কমার্স সাইট থেকেও হ্রাসকৃত মূল্যে ডিভাইস দু’টি কেনা যাবে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar