ad720-90

প্রজেক্ট হেজেল এন৯৫ মাস্ক আসছে অক্টোবরে


প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন বলছে, ইনস্টাগ্রামে প্রজেক্ট হেজেল এন৯৫ মাস্কের এআর ফিল্টার রয়েছে।

মাস্কটি কেনার জন্য রেজরের সাইটে আবেদন করা যাবে। বর্তমানে বিশ্বের নানা দেশে চলে এসেছে করোনাভাইরাসের টিকা। এর মধ্যে এরকম প্রযুক্তির মাস্ক আনার ব্যাপারটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। তাদের মতে, অনেক দেরি করে ফেলেছে রেজর।

রেজর প্রধান নির্বাহী মিন-লিয়াঙ ট্যান মার্চে বলেছিলেন, “আমরা বুঝতে পেরেছি যে টিকা চলে আসা স্বত্ত্বেও আমরা এখনও মাস্কের ব্যাপারে শুনছি, কারণ এখনও ছুঁকির মাত্রা রয়েছে – আপনি টিকা নিলেও আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে।”

তিনি আরও জানান, এখনও অনেক দেশের সব জনসাধারণের টিকা নেওয়ার এক বা দুই বছর বাকি।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar