ad720-90

নিরাপদ মেসেজিং সেবা উইকার এখন অ্যামাজনের পকেটে


অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে সেবাটি পৌঁছে দেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকার স্থানীয়দের কাছে। এতে করে দূর থেকে কাজের এ সময়টিতে নিরাপদে ভিডিও, ভয়েস বা আলোচনা চালিয়ে যেতে পারবেন বিভিন্ন ব্যক্তিরা।

এডব্লিউএস-এর জন্য গোটা বিষয়টিই অনেক বড়। উইকার এরই মধ্যে সামরিক, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন, এবং অন্যান্য উল্লেখযোগ্য গ্রাহককে সেবা দিয়ে আসছে। এ পদক্ষেপের মধ্য দিয়ে অ্যামাজন জেডাই চুক্তি হারানোর ক্ষতিও পুষিয়ে নিতে পারবে বলে মনে করছে।

দৈনন্দিন ব্যবহারকারীদের জন্যও সম্ভাব্যতা বাড়িয়ে তুলেছে এটি। হোয়াটসঅ্যাপ, আইমেসেজ, সিগনাল এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্ম নিরাপদ মেসেজিং নিয়ে কাজ করছে আগে থেকেই। এখন উইকার কেনার ফলে হয়তো অ্যামাজনও কোনোও নিরাপদ প্রতিদ্বন্দ্বী সেবা নিয়ে হাজির হতে পারে। 





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar