ad720-90

গ্রুপ ভিডিও কলের সুবিধা আনলো টেলিগ্রাম


সেবার ভয়েস চ্যাটিংয়ের মধ্যেই নতুন সক্ষমতা জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, আপনি যখনই ভয়েস চ্যাট রুম শুরু করবেন, একটি ক্যামেরা আইকন এসে হাজির হবে। আপনাকে যা করতে হবে তা হলো, ভিডিও কল ‘অন’ করতে ওই ক্যামেরায় ট্যাপ করা।

জুম এবং গুগল মিটের মতো অন্যান্য ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশনগুলোয় যেমনটা হয়, এখানেও প্রায় একইভাবে আপনি ফুলস্ক্রিন ভিডিও চ্যাট তৈরি করতে পারবেন, কলের কেন্দ্রে একটি নির্দিষ্ট ব্যক্তিকে ‘পিন’ করতে পারেন। একইভাবে, যখন কেউ কলটিতে যোগ দেন, অ্যাপটি তার উপর মনোযোগ নিয়ে যাবে।

টেলিগ্রামের ভয়েস চ্যাটিংয়ে অংশগ্রহণকারী সংখ্যার কোনো সীমাবদ্ধতা না থাকলেও, ভিডিও কলে যোগ দেওয়ার জন্য প্রথম ৩০ জনের সংখ্যা ঠিক করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে, টেলিগ্রাম বলছে, “এটি একটি অস্থায়ী সীমা, এবং ভবিষ্যতে এর আওতা বাড়বে।”

ভিডিও কলের পাশাপাশি টেলিগ্রাম স্ক্রিন শেয়ার করার সক্ষমতাও যোগ করেছে। আর এই নতুন সব বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে টেলিগ্রাম ভয়েস চ্যাটিংয়ে “নয়েজ” কমানোর কৌশল উন্নত করেছে।

নতুন আপডেটটি বর্তমানে আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস এবং উইন্ডোজে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে।





সর্বপ্রথম প্রকাশিত

Sharing is caring!

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar